নৈহাটীতে যাত্রা শুরু হল উষা ইভি ইলেকট্রিক স্কুটারে শোরুম
নৈহাটী আরবিসিরোডে ঊষা ইভি ইলেকট্রিক স্কুটারে শোরুমে শুভ উদ্ভোদন হল শনিবার। ফ্রিতে কেটে উদ্ভোধনের শুভ সূচনা হয়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এ সাহায্য করবে এই এমনটাই দাবী সংস্থার। শোরুমে পাওয়া যাবে ৬টি মডেল। যার দাম ৫৫হাজার টাকা থেকে ১লক্ষ ৫০হাজারএ মধ্যে। গাড়ি গতি ঘন্টায় ৪৫কিমি সর্বোচ্চ। খুব কম ও সস্তায় পাওয়া যাবে ঊষা ইভি স্কুটার। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানি মার্কেট ম্যানেজার অস্বীনি কুমার দাস, জি সি শীল এন্ড কোম্পানি কর্ণধার রাস বিহারী শীল, সনত দে, শুভাশীষ নন্দি, দীপ্তি দে, বীরেশ্বর সরকার, অজয় সিং, সঞ্জনা খাতুন, রুপা রায়, শিউলি ভান্ডারী অভিজিৎ পাল, সুরঞ্জন বিশ্বাস সহ অন্যান্য। ঊষা কমিনিউকেট এন্ড এন্টারপ্রাইজ ও খুচরো বিক্রতা জিসি শীল এন্ড কোম্পানি অবস্থিত মহারাষ্ট্রে ধুলায়।
Comments