২০নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগ আয়োজিত হল কন্যা সন্তানের জননীদের সম্বর্ধনা জ্ঞাপন
'যে রাধে সে চুল ও বাঁধে,মেয়েদের কে কেন্দ্র করে কথা টা খুবই প্রচলিত। ঘরে এবং বাহিরে সমান ভাবে সামলে চলেছে ঘরে গৃহিনীরা। কিন্তু মেয়েদের কে এখনও সমাজে একটু নিচু করে দেখা হয়। সমাজে এখনও কন্যা ভ্রূণ কে নষ্ট করে দেওয়া হয়। সমাজে মেয়েদের কে উচ্চ স্বীকৃতি দিতে এগিয়ে আসতে হবে সমাজকেই। রবিবার ২০নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এর পরিচালনায় আয়োজিত হল কন্যা সন্তানের জননীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।৮ই মার্চ ছিল আন্তজার্তিক নারী দিবস। আর তাই সেই দিন টি কে উপলক্ষ করেই ১২মার্চ আয়োজিত হল কন্যা সন্তান জননীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। আঁকড়া কৃষ্ণ নগর ভ্রাতৃসংঘ খেলার মাঠে এই অনুষ্ঠান টি আয়োজন করা হয় । অনুষ্ঠান টি ছিল চোখে পড়ার মতো। বসে ছিল চাঁদের হাট। অনুষ্ঠানে উপস্থিত ছিল সাংসদ শুভাশীষ চক্রবর্তী, বিধায়ক দুলাল চন্দ্র দাস, বিধায়ক রত্না চ্যাট্টর্জি,তাপস চক্রবর্তী,অভিজিৎ মুখ্যার্জি, এছাড়াও ছিল বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা। তবে এই দিন উদ্যোক্তা ২০নং ওয়ার্ডে কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী কে এক বিশেষ ভূমিকায় দেখা যায়। তিনি নিজের হাতে সমস্ত মিহিলাদের কে সম্বর্ধনা দেন।
Comments