সাঁওমল আগোয়ালে উদ্যোগে ২০নং ওয়ার্ডে ব্লিচিং পাউডার ও স্প্রে করা হল রবিবার

দিনকে দিন ডেঙ্গু প্রকোপ বাড়ছে, প্রতিদিন কেউ না কেউ আক্রান্তও হচ্ছে, মৃত্যু হচ্ছে কারো না কারো। তাই বিভিন্ন জায়গায় চলছে ডেঙ্গু সতর্কতামূলক অভিযান। রবিবার ২৩নং ওয়ার্ডে এলাকার বশিয়ান নেতা সাঁওরমল আগয়ালের উদ্যোগে এলাকার প্রতি টি জায়গায় দেওয়া হল ব্লিচিং পাউডার ও স্প্রে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।২৩নং ওয়ার্ডে বেশ কয়েকটি জায়গায় এমনি নোংরা আবজ্জনা স্তূপ রয়েছে সেখানে থেকে প্রতি নিয়ত দুর্গন্ধ ও মশার উৎপত্তি হচ্ছে। এলাকার মানুষের অভিযোগ বহু বছর ধরে এই নোংরা স্তূপরে আবজ্জনা থাকায় তারা সমস্যায় রয়েছে। এলাকার যিনি কাউন্সিলার বিজয় ওঝা তাকে এই সমস্যা কথা জানারো পরেও কোন প্রতিকার মেলেনি। তারা কাউন্সিলারে বিরুদ্ধে আরও অভিযোগ করে বলে ২৪৩নং ২৫১নং জোড়া সাঁকো রবীন্দ্র সরনি মাঝখানে একটি বিলিং তৈরী হচ্ছে আর এই বিলিং তৈরী আওয়াজে এলাকার মানুষ থাকতে পাচ্ছে না। শব্দ জেরে বাড়ি বয়স্করা অসুস্থ হয়ে পড়েছে। কাউন্সিলার কে জানানোর পরেও কোন স্টেপ নেননি। এমনি অভিযোগ এলাকার বাসিন্দাদের। তবে এই দিনে সাঁওমল আগোয়ালএ উদ্যোগে ব্লিচিং পাউডার দেওয়া ও স্প্রে করার সাথে সাথে মানুষের ডেঙ্গু প্রতিরোধ সচেতন সতর্কতা...