Posts

Showing posts from November, 2022

সাঁওমল আগোয়ালে উদ্যোগে ২০নং ওয়ার্ডে ব্লিচিং পাউডার ও স্প্রে করা হল রবিবার

Image
দিনকে দিন ডেঙ্গু প্রকোপ বাড়ছে, প্রতিদিন কেউ না কেউ আক্রান্তও হচ্ছে, মৃত্যু হচ্ছে কারো না কারো। তাই বিভিন্ন জায়গায় চলছে ডেঙ্গু সতর্কতামূলক অভিযান। রবিবার ২৩নং ওয়ার্ডে এলাকার বশিয়ান নেতা সাঁওরমল আগয়ালের উদ্যোগে এলাকার প্রতি টি জায়গায় দেওয়া হল ব্লিচিং পাউডার ও স্প্রে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।২৩নং ওয়ার্ডে বেশ কয়েকটি জায়গায় এমনি নোংরা আবজ্জনা স্তূপ রয়েছে সেখানে থেকে প্রতি নিয়ত দুর্গন্ধ ও মশার উৎপত্তি হচ্ছে। এলাকার মানুষের অভিযোগ বহু বছর ধরে এই নোংরা স্তূপরে আবজ্জনা থাকায় তারা সমস্যায় রয়েছে। এলাকার যিনি কাউন্সিলার বিজয় ওঝা তাকে এই সমস্যা কথা জানারো পরেও কোন প্রতিকার মেলেনি। তারা কাউন্সিলারে বিরুদ্ধে আরও অভিযোগ করে বলে ২৪৩নং ২৫১নং জোড়া সাঁকো রবীন্দ্র সরনি মাঝখানে একটি বিলিং তৈরী হচ্ছে আর এই বিলিং তৈরী আওয়াজে এলাকার মানুষ থাকতে পাচ্ছে না। শব্দ জেরে বাড়ি বয়স্করা অসুস্থ হয়ে পড়েছে। কাউন্সিলার কে জানানোর পরেও কোন স্টেপ নেননি। এমনি অভিযোগ এলাকার বাসিন্দাদের। তবে এই দিনে সাঁওমল আগোয়ালএ উদ্যোগে ব্লিচিং পাউডার দেওয়া ও স্প্রে করার সাথে সাথে মানুষের ডেঙ্গু প্রতিরোধ সচেতন সতর্কতা...

আদিবাসি, সংখ্যালঘুদের ওপর অত্যাচারও বেশ কিছু অভিযোগ নিয়ে হরে কৃষ্ণ কোঙার স্মৃতি সদনে সাংবাদিক বৈঠক

Image
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ন্যায় মঞ্চ,পশ্চিমবঙ্গ আদিবাসি অধিকার মঞ্চ, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘ যৌথ ভাবে একটি সাংবাদিক বৈঠক হয়ে গেল হরে কৃষ্ণ কোঙার স্মৃতি সদনে। যে বৈঠকে মধ্যে মূল্য আলোচ্য বিষয় উঠে আসে তৃণমূল কংগ্রেস দলের নেতা অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুমুর চেহারা নিয়ে কটাক্ষ করা এবং যে রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা। পাশাপাশি তারা আরও বলেন মহিলাদের ওপর অত্যাচার আক্রমণ এবং মহিলা পাচার রাজ্য ক্রমবর্ধমান হয়ে ছিল। রাজ্য পাশাপাশি কেন্দ্রকেও তোপ দিয়ে বলেন দেশে আদিবাসীদের মধ্যেই দারিদ্র সবচেয়ে বেশি, তারপরেই তফশিলি জাতি, গড়ে দশজন করে দলিত মহিলা প্রতিদিন ধর্ষিতা হয় মোদী রাজত্ব। তবে এই বৈঠকে প্রতিবাদের পাশাপাশি বেশ কয়েকটি দাবীও তোলেন লোক শিল্পীদের সরকারি তালিকায় অন্তভুক্ত করতে হবে এবং প্রয়োজনে পরিচয় পত্র দিতে হবে। এবং সরকারি কাজের নামে দলীয় প্রচারের কাজে তাঁদের ব্যবহার করা বন্ধ করতে হবে।২২শে নভেম্বর লুট বন্ধ করো ও বেশ কিছু দাবী নিয়েই তিনটি সংগঠন মিলে যৌথ উদ্যোগে কলকাতার ধর্মতলা চত্বরে সমাবেশ হতে চলেছে। তবে এক দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কমলেশ্বর ভট্টাচাৰ্য, অলকেশ দাস, রাজীব বিশ্...

কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী পরিচালনায় বুথ ভিত্তিক বৈঠক সভা

Image
উন্নত নাগরিক পরিষেবা লক্ষ্যে ২০নং ওয়ার্ডে কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী পরিচালনায় মঙ্গলবার আয়োজিত হল বুথ ভিত্তিক বৈঠক সভা। আটাপাড়া ফুটবল খেলার মাঠে আয়োজিত হয় এই সভা। যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলার। বুথের কর্মীরা কিভাবে কাজ করবে সেই বিষয় নেই এই বৈঠকে আলোচিত হয়। এলাকার কিভাবে কাজের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত এবং মানুষের ছোট ছোট সমস্যা কিভাবে তারা মূকাবিলা করবে সেই নিয়ে মূল আলোচ্য বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে বুথে বুথে মানুষের কি সমস্যা সেটা খতিয়ে দেখে সমস্যার সমাধান করা এবং মানুষের দুয়ারে গিয়ে মানুষের সমস্যার শুনা। শুধু তাই নয় আলোচনার রাজ্যে উন্নয়ন গুলোকে তুলে ধরা হয় এই বৈঠকে। তবে এই দিন বৈঠকের মধ্যে দিয়ে বহু মানুষের সমস্যা কথাও শোনা হয়। এক কথায় জন সংযোগ কিভাবে বাড়ানো যাবে সে নিয়ে মূল আলোচ্য বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন কাউন্সিলার বাবুল সরদার সাহিদা খাতুন, কৃষ্ণা ঘোষ, কাউন্সিলার মুকুল মন্ডল, আতিবড় রহমান, তাপস চক্রবর্তী সহ্য বুথে কর্মী বৃন্দরা।

সোমবার ২০নং ওয়ার্ডে আঁকড়া হাইস্কুলে আয়োজিত হল দুয়ারে সরকারে ক্যাম্প।

Image
(নিজস্ব প্রতিনিধি- গীতা মন্ডল ):যখন যেখানে দরকার আপনার দুয়ারে সরকার। মানুষের কাছে অতি জনপ্রিয় এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বহু সাধারণ মানুষ নিম্নবৃত্ত থেকে মধ্যেবৃত্ত প্রত্যেকেই উপকৃত হচ্ছে। এই প্রকল্প জনপ্রিয়তা ফলে বেশ কয়েক টি প্রকল্প আরও বাড়ানো হয়েছে। প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার ক্যাম্প গুলি মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে। এমনটাই দাবী নবান্ন শীর্ষ মহলে। আগে ছিল ২৫ দফায় প্রকল্প এখন বেড়ে হয়েছে ২৭ দফায়। সোমবার ২০নং ওয়ার্ডে আঁকড়া হাইস্কুলে আয়োজিত হল দুয়ারে সরকারে ক্যাম্প। যেখানে ২০নং ওয়ার্ডে কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী নিজে উপস্থিত থেকে মানুষের সুবিধা অসুবিধা কথা শোনতে দেখা যায়। তবে এই দিন কাজের মানুষ কাছের মানুষ শুভ্রা চক্রবর্তী কে পেয়ে খুশি এলাকার মানুষ।

CITU বেলেঘাটা ১নং এরিয়া সমন্ময় কমিটি পরিচালনায় রক্তদান শিবির

Image
আজকাল রাষ্ট্রপতি কে নিয়ে যা হচ্ছে তা বলার কিছুই নেই। সংবিধান মানলে ও রক্ষা করতে হলে তাকে অবমানোনা করবো এটা ঠিক নয়। গোটা বাংলায় দুর্নীতিতে জোড়জ্বরিত। রবিবার এক রক্তদান শিবির মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বলেন বামফ্রন্টরে চেয়ারম্যান বিমান বসু। এই দিন citu বেলেঘাটা ১নং এরিয়া সমন্ময় কমিটি পরিচালনায় এক রক্তদান শিবিরে আয়োজন করা হয়। পাশাপাশি দন্ত চিকিৎসার ক্যাম্প হয়। এই দিন এই রক্তদান শিবিরে বহু মানুষকে রক্ত দিতে দেখা যায়। এছাড়াও ছিল থ্রেলাসেমিয়া রোগীদের সাহায্য দান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রামফ্রন্টে চেয়ারম্যান বিমান বসু, রবিন দেব, CITU জেলা সম্পাদক দেবাশীষ রায়, কল্লোহ মজুমদার, জয়চাঁদ পোদ্দার, সমাজ কর্মী সুজয় হালদার, CITU আহ্বাহ দিবস দে, তরুণ রায় চৌধুরী, গণতান্ত্রিক মহিলা সমিতি কলকাতা জেলা কমিটি সম্পাদক মণ্ডলী সদস্য বাসন্তী দাস, রুপা বাগচী সহ্য আরও অনেকে। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ ভূমিকায় দেখা যায় উদ্যোগতা রাজীব বিশ্বাস কে। তবে এই দিন রক্তদান শিবিরের পাশাপাশি CITU বেলেঘাটা ১নং আঞ্চলিক সমন্ময় কমিটি সদস্য সহ্য বহু মানুষ কমরেড জ্যোতি বসু স্টাডি সেন্টারে জন্য অর্থ সাহায্য করেন। ...

এন্টালি বায়তুল মাল বাজম এ ফালাহ পরিচালনায় কম্বল বিতরণ

Image
শুক্রবার মৌলোনা আবুল কালাম আজাদ এ জন্মদিবস উপলক্ষে এন্টালি বায়তুল মাল বাজম ই ফালাহ সোশ্যাল ওয়েলফেয়ারে পরিচালনায় আয়োজিত হল কম্বল বিতরণ অনুষ্ঠান। ছাতুবাবু লেনের সন্নিকটে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। এই দিন এলাকার বহু অসহায় দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়। তবে অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বর্ণকমল সাহা, কাউন্সিলার জনাব আমিরুদ্দিন ববি, এছাড়াও ছিলেন বহু বিশিষ্ট জনেরা। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক সক্রিয় ভূমিকায় অংশ গ্রহণ করতে দেখা যায় আলী ভাই কে।

দা কলকাতা ছাতা ব্যবসায়ী এসোসিয়েশনে তরফে পরেশনাথের শোভাযাত্রা বিশেষ পরিষেবা

Image
কার্ত্তিক মহউৎসব ২০৯ বর্ষ পদার্পন করল পরেশনাথের শোভা যাত্রা। বৃহস্পতিবার এই যাত্রা শুরু হয় মানিকতলা জৈন মন্দির থেকে ও শেষ হয় সত্য নারায়ণ পার্ক জৈন মন্দিরে।তবে এই শোভাযাত্রা এক বিশেষ পরিষেবা দিলেন দা কলকাতা ছাতা ব্যবসায়ী এসোসিয়েশন। এই দিন এই এসোসিয়েশনের তরফ থেকে শোভা যাত্রায় হাঁটা সমস্ত পথচারি মানুষদের জন্য চা, জল, ন্যাস্তা ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও দেওয়া হয়ে ছিল পেন, লজেন্স আরও অনেক কিছু। এই দিন বহু মানুষ এই ক্যাম্পে মধ্যে দিয়ে পরিষেবা পান। ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রকাশ দুর্গার, অশোক ওঝা, দীপক নিগালিয়া, অজয় কুমার বোথরা, এছাড়াও ছিলেন দা কলকাতা ছাতা ব্যবসায়ী এসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দরা। তবে এই দিনের শোভা যাত্রা ছিল চোখে পড়ার মতো।

১২ নং ওয়ার্ডে পৌরপিতা মিটুন টিকাদারে উদ্যোগে, ডেঙ্গু প্রতিশোধক বেশ কিছু কর্মসূচি

Image
ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে বাংলার ডেঙ্গি পরিস্থিতি। ইতিমধ্যেই রাজ্যে ৫০ হাজারের বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এই মরশুমে। মারা গিয়েছেন ৭০ জন। কলকাতাতেও পরিস্থিতি বেশ খারাপ। এই আবহে মেয়র ফিরহাদ হাকিমের সাফাই, ‘স্বচ্ছ জলের সরবরাহ বৃদ্ধির কারণেই ডেঙ্গির প্রকোপ বেড়েছে।’ এদিকে মেয়রের পরামর্শ, ‘ডাক্তার দেখিয়ে প্লেটলেট পরীক্ষা করান। প্লেটলেট যদি ঠিক থাকে, তাহলে ডেঙ্গির কারণে মৃত্যুর সম্ভাবনা খুব কম।’তাই এই ডেঙ্গু হাত থেকে রেহাই পেতে ১২ নং ওয়ার্ড অঞ্চলে প্রতি টি বাড়িতে বাড়িতে ব্লিচিং পাউডার ও স্পে করা হল। কাউন্সিলার মিটুন টিকাদার তিনি নিজের প্রত্যেক অঞ্চলে অঞ্চলে ঘুরে এই কর্মসূচি চালান। সাথে ছিল দলীয় কর্মীরা! রবিবার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এ জন্মদিন উপলক্ষে দক্ষিনেশ্বর পুজো দিলেন কাউন্সিলার সমাভ্র তফাদার

Image
সকাল সকাল দক্ষিনেশ্বর পুজো দিলেন ২নং ওয়ার্ডে কাউন্সিলার সম্রাট তফাদার। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এ জন্মদিন উপলক্ষে দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দেন তিনি!তবে অতি ব্যাস্ততার মধ্যেও এই দিনে তাকে এক অন্য রূপে দেখা যায় কাজের মানুষ কাছের মানুষ সম্রাট তফাদারকে! পুজো দেওয়ার শেষে মন্দির চত্বরে সমস্ত ভিক্ষারি কাঙলিদের হাতে মিষ্টি বিতরণ করেন তিনি। তিনি বলেন আজ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এ জন্মদিন উপলক্ষেও তার দীর্ঘ আয়ু সুসোসা কামনা করে দক্ষিনেশ্বর মন্দির পুজো দিলাম। মায়ের কাছে প্রাথনা করলাম পশ্চিমবাংলার মানুষকে নতুন করে পথ দেখাবার শক্তি দেয় যেন তাকে।এবং সে যেন ভালো থাকে সুস্থ থাকে।

উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী প্রচেষ্ঠা এক নতুন দিশা দেখলেন অসহায় এক বৃদ্ধ মহিলা

Image
এবার এক বৃদ্ধ অসহায় মহিলাকে পথে দিশা দেখলেন উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী সংগঠন। অমৃতা মিত্র নামে এক অসহায় মহিলা ফুটের দোকান ছিল বহু দিনেকার,৪০ বছর ধরে তার স্বামী সেই দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করত, কিন্তু তার স্বামী মারা যাওয়ার পর ওই দোকান অনুপ পান্ডে নামে এক যুবক জোড় করে দোকানটি নিয়ে নেয়।১০ বছর ধরে হাত ছাড়া তার ৭৩ এন, এস রোডে ফুটের প্রাপ্য দোকান। অসহায় মহিলার স্বামী এবং ছেলে মারা যাওয়ার পর নিঃস্ব হয়ে পড়ে। শেষ পর্যন্ত ওই অসহায় মহিলার পাশে এসে দাঁড়ান উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী। এই সংগঠন এ সহযোগিতায় ওই বৃদ্ধ মহিলার সমস্যার সুরাহা হয়। মঙ্গলবার এই মহিলার প্রাপ্য দোকান ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে দোকানের সামনে বিক্ষোভ দেখান উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী। যেখানে নেতৃত্ব দেন উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী নেতা তারকেশ্বর ডুবে। এছাড়াও আনন্দলনে সামিল ছিলেন শৈলেশ মিশ্রা, রবি সুনকর, মহম্মদ শাকিব আনসারী, সুনীল পান্ডে, আনান্দ কুমার সিং, বিনোদ সুনকর, রোহিত সুনকর, অরুন পান্ডে, সহ্য আরও অনেকে। বিক্ষোভের জেরে ছিনিয়ে নেওয়া দোকান খুলে বসে ছিল অনুপ পান্ডে, সেই দোকান বন্ধ করে দেয় পুলিশ। পরে অবশ্য চাপে পড়ে...