দা কলকাতা ছাতা ব্যবসায়ী এসোসিয়েশনে তরফে পরেশনাথের শোভাযাত্রা বিশেষ পরিষেবা
কার্ত্তিক মহউৎসব ২০৯ বর্ষ পদার্পন করল পরেশনাথের শোভা যাত্রা। বৃহস্পতিবার এই যাত্রা শুরু হয় মানিকতলা জৈন মন্দির থেকে ও শেষ হয় সত্য নারায়ণ পার্ক জৈন মন্দিরে।তবে এই শোভাযাত্রা এক বিশেষ পরিষেবা দিলেন দা কলকাতা ছাতা ব্যবসায়ী এসোসিয়েশন। এই দিন এই এসোসিয়েশনের তরফ থেকে শোভা যাত্রায় হাঁটা সমস্ত পথচারি মানুষদের জন্য চা, জল, ন্যাস্তা ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও দেওয়া হয়ে ছিল পেন, লজেন্স আরও অনেক কিছু। এই দিন বহু মানুষ এই ক্যাম্পে মধ্যে দিয়ে পরিষেবা পান। ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রকাশ দুর্গার, অশোক ওঝা, দীপক নিগালিয়া, অজয় কুমার বোথরা, এছাড়াও ছিলেন দা কলকাতা ছাতা ব্যবসায়ী এসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দরা। তবে এই দিনের শোভা যাত্রা ছিল চোখে পড়ার মতো।
Comments