সোমবার ২০নং ওয়ার্ডে আঁকড়া হাইস্কুলে আয়োজিত হল দুয়ারে সরকারে ক্যাম্প।
(নিজস্ব প্রতিনিধি- গীতা মন্ডল ):যখন যেখানে দরকার আপনার দুয়ারে সরকার। মানুষের কাছে অতি জনপ্রিয় এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বহু সাধারণ মানুষ নিম্নবৃত্ত থেকে মধ্যেবৃত্ত প্রত্যেকেই উপকৃত হচ্ছে। এই প্রকল্প জনপ্রিয়তা ফলে বেশ কয়েক টি প্রকল্প আরও বাড়ানো হয়েছে। প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার ক্যাম্প গুলি মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে। এমনটাই দাবী নবান্ন শীর্ষ মহলে। আগে ছিল ২৫ দফায় প্রকল্প এখন বেড়ে হয়েছে ২৭ দফায়। সোমবার ২০নং ওয়ার্ডে আঁকড়া হাইস্কুলে আয়োজিত হল দুয়ারে সরকারে ক্যাম্প। যেখানে ২০নং ওয়ার্ডে কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী নিজে উপস্থিত থেকে মানুষের সুবিধা অসুবিধা কথা শোনতে দেখা যায়। তবে এই দিন কাজের মানুষ কাছের মানুষ শুভ্রা চক্রবর্তী কে পেয়ে খুশি এলাকার মানুষ।
Comments