উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী প্রচেষ্ঠা এক নতুন দিশা দেখলেন অসহায় এক বৃদ্ধ মহিলা

এবার এক বৃদ্ধ অসহায় মহিলাকে পথে দিশা দেখলেন উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী সংগঠন। অমৃতা মিত্র নামে এক অসহায় মহিলা ফুটের দোকান ছিল বহু দিনেকার,৪০ বছর ধরে তার স্বামী সেই দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করত, কিন্তু তার স্বামী মারা যাওয়ার পর ওই দোকান অনুপ পান্ডে নামে এক যুবক জোড় করে দোকানটি নিয়ে নেয়।১০ বছর ধরে হাত ছাড়া তার ৭৩ এন, এস রোডে ফুটের প্রাপ্য দোকান। অসহায় মহিলার স্বামী এবং ছেলে মারা যাওয়ার পর নিঃস্ব হয়ে পড়ে। শেষ পর্যন্ত ওই অসহায় মহিলার পাশে এসে দাঁড়ান উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী। এই সংগঠন এ সহযোগিতায় ওই বৃদ্ধ মহিলার সমস্যার সুরাহা হয়। মঙ্গলবার এই মহিলার প্রাপ্য দোকান ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে দোকানের সামনে বিক্ষোভ দেখান উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী। যেখানে নেতৃত্ব দেন উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী নেতা তারকেশ্বর ডুবে। এছাড়াও আনন্দলনে সামিল ছিলেন শৈলেশ মিশ্রা, রবি সুনকর, মহম্মদ শাকিব আনসারী, সুনীল পান্ডে, আনান্দ কুমার সিং, বিনোদ সুনকর, রোহিত সুনকর, অরুন পান্ডে, সহ্য আরও অনেকে। বিক্ষোভের জেরে ছিনিয়ে নেওয়া দোকান খুলে বসে ছিল অনুপ পান্ডে, সেই দোকান বন্ধ করে দেয় পুলিশ। পরে অবশ্য চাপে পড়ে সমস্যার সমাধান হয়। মহিলার অভিযোগ অনুযায়ী তার দোকান হয়তো ফিরে পাইনি কিন্তু তার পরিবর্তে তার সারা জীবনে জীবিকা নির্বাহ জন্য যে টাকার প্রয়োজন, সেই টাকা প্রতি মাসে ওই বৃদ্ধাকে দেবেন বলে রাজী হন অনুপ পান্ডে নামে দ্বিতীয় ওই ব্যবসাদার। তবে এই কঠিন লড়াই এ মধ্যে দিয়ে বৃদ্ধ মহিলার পাশে দাঁড়ানো কে কেন্দ্র করে উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনীকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনী প্রচেষ্টায় এক নতুন দিশা দেখলেন অমৃতা মিত্র নামে এক অসহায় বৃদ্ধ মহিলা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা