আদিবাসি, সংখ্যালঘুদের ওপর অত্যাচারও বেশ কিছু অভিযোগ নিয়ে হরে কৃষ্ণ কোঙার স্মৃতি সদনে সাংবাদিক বৈঠক
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ন্যায় মঞ্চ,পশ্চিমবঙ্গ আদিবাসি অধিকার মঞ্চ, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘ যৌথ ভাবে একটি সাংবাদিক বৈঠক হয়ে গেল হরে কৃষ্ণ কোঙার স্মৃতি সদনে। যে বৈঠকে মধ্যে মূল্য আলোচ্য বিষয় উঠে আসে তৃণমূল কংগ্রেস দলের নেতা অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুমুর চেহারা নিয়ে কটাক্ষ করা এবং যে রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা। পাশাপাশি তারা আরও বলেন মহিলাদের ওপর অত্যাচার আক্রমণ এবং মহিলা পাচার রাজ্য ক্রমবর্ধমান হয়ে ছিল। রাজ্য পাশাপাশি কেন্দ্রকেও তোপ দিয়ে বলেন দেশে আদিবাসীদের মধ্যেই দারিদ্র সবচেয়ে বেশি, তারপরেই তফশিলি জাতি, গড়ে দশজন করে দলিত মহিলা প্রতিদিন ধর্ষিতা হয় মোদী রাজত্ব। তবে এই বৈঠকে প্রতিবাদের পাশাপাশি বেশ কয়েকটি দাবীও তোলেন লোক শিল্পীদের সরকারি তালিকায় অন্তভুক্ত করতে হবে এবং প্রয়োজনে পরিচয় পত্র দিতে হবে। এবং সরকারি কাজের নামে দলীয় প্রচারের কাজে তাঁদের ব্যবহার করা বন্ধ করতে হবে।২২শে নভেম্বর লুট বন্ধ করো ও বেশ কিছু দাবী নিয়েই তিনটি সংগঠন মিলে যৌথ উদ্যোগে কলকাতার ধর্মতলা চত্বরে সমাবেশ হতে চলেছে। তবে এক দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কমলেশ্বর ভট্টাচাৰ্য, অলকেশ দাস, রাজীব বিশ্বাস, পুলিন বিহারি বাসকে, দেবলীনা, রামচন্দ্র ডোম সহ্য আরও অনেক বিশিষ্ট জনেরা।
Comments