অভিষেক বন্দ্যোপাধ্যায় এ জন্মদিন উপলক্ষে দক্ষিনেশ্বর পুজো দিলেন কাউন্সিলার সমাভ্র তফাদার

সকাল সকাল দক্ষিনেশ্বর পুজো দিলেন ২নং ওয়ার্ডে কাউন্সিলার সম্রাট তফাদার। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এ জন্মদিন উপলক্ষে দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দেন তিনি!তবে অতি ব্যাস্ততার মধ্যেও এই দিনে তাকে এক অন্য রূপে দেখা যায় কাজের মানুষ কাছের মানুষ সম্রাট তফাদারকে! পুজো দেওয়ার শেষে মন্দির চত্বরে সমস্ত ভিক্ষারি কাঙলিদের হাতে মিষ্টি বিতরণ করেন তিনি। তিনি বলেন আজ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এ জন্মদিন উপলক্ষেও তার দীর্ঘ আয়ু সুসোসা কামনা করে দক্ষিনেশ্বর মন্দির পুজো দিলাম। মায়ের কাছে প্রাথনা করলাম পশ্চিমবাংলার মানুষকে নতুন করে পথ দেখাবার শক্তি দেয় যেন তাকে।এবং সে যেন ভালো থাকে সুস্থ থাকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা