কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী পরিচালনায় বুথ ভিত্তিক বৈঠক সভা

উন্নত নাগরিক পরিষেবা লক্ষ্যে ২০নং ওয়ার্ডে কাউন্সিলার শুভ্রা চক্রবর্তী পরিচালনায় মঙ্গলবার আয়োজিত হল বুথ ভিত্তিক বৈঠক সভা। আটাপাড়া ফুটবল খেলার মাঠে আয়োজিত হয় এই সভা। যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলার। বুথের কর্মীরা কিভাবে কাজ করবে সেই বিষয় নেই এই বৈঠকে আলোচিত হয়। এলাকার কিভাবে কাজের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত এবং মানুষের ছোট ছোট সমস্যা কিভাবে তারা মূকাবিলা করবে সেই নিয়ে মূল আলোচ্য বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে বুথে বুথে মানুষের কি সমস্যা সেটা খতিয়ে দেখে সমস্যার সমাধান করা এবং মানুষের দুয়ারে গিয়ে মানুষের সমস্যার শুনা। শুধু তাই নয় আলোচনার রাজ্যে উন্নয়ন গুলোকে তুলে ধরা হয় এই বৈঠকে। তবে এই দিন বৈঠকের মধ্যে দিয়ে বহু মানুষের সমস্যা কথাও শোনা হয়। এক কথায় জন সংযোগ কিভাবে বাড়ানো যাবে সে নিয়ে মূল আলোচ্য বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন কাউন্সিলার বাবুল সরদার সাহিদা খাতুন, কৃষ্ণা ঘোষ, কাউন্সিলার মুকুল মন্ডল, আতিবড় রহমান, তাপস চক্রবর্তী সহ্য বুথে কর্মী বৃন্দরা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা