১২ নং ওয়ার্ডে পৌরপিতা মিটুন টিকাদারে উদ্যোগে, ডেঙ্গু প্রতিশোধক বেশ কিছু কর্মসূচি
ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে বাংলার ডেঙ্গি পরিস্থিতি। ইতিমধ্যেই রাজ্যে ৫০ হাজারের বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এই মরশুমে। মারা গিয়েছেন ৭০ জন। কলকাতাতেও পরিস্থিতি বেশ খারাপ। এই আবহে মেয়র ফিরহাদ হাকিমের সাফাই, ‘স্বচ্ছ জলের সরবরাহ বৃদ্ধির কারণেই ডেঙ্গির প্রকোপ বেড়েছে।’ এদিকে মেয়রের পরামর্শ, ‘ডাক্তার দেখিয়ে প্লেটলেট পরীক্ষা করান। প্লেটলেট যদি ঠিক থাকে, তাহলে ডেঙ্গির কারণে মৃত্যুর সম্ভাবনা খুব কম।’তাই এই ডেঙ্গু হাত থেকে রেহাই পেতে ১২ নং ওয়ার্ড অঞ্চলে প্রতি টি বাড়িতে বাড়িতে ব্লিচিং পাউডার ও স্পে করা হল। কাউন্সিলার মিটুন টিকাদার তিনি নিজের প্রত্যেক অঞ্চলে অঞ্চলে ঘুরে এই কর্মসূচি চালান। সাথে ছিল দলীয় কর্মীরা! রবিবার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।
Comments