CITU বেলেঘাটা ১নং এরিয়া সমন্ময় কমিটি পরিচালনায় রক্তদান শিবির
আজকাল রাষ্ট্রপতি কে নিয়ে যা হচ্ছে তা বলার কিছুই নেই। সংবিধান মানলে ও রক্ষা করতে হলে তাকে অবমানোনা করবো এটা ঠিক নয়। গোটা বাংলায় দুর্নীতিতে জোড়জ্বরিত। রবিবার এক রক্তদান শিবির মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বলেন বামফ্রন্টরে চেয়ারম্যান বিমান বসু। এই দিন citu বেলেঘাটা ১নং এরিয়া সমন্ময় কমিটি পরিচালনায় এক রক্তদান শিবিরে আয়োজন করা হয়। পাশাপাশি দন্ত চিকিৎসার ক্যাম্প হয়। এই দিন এই রক্তদান শিবিরে বহু মানুষকে রক্ত দিতে দেখা যায়। এছাড়াও ছিল থ্রেলাসেমিয়া রোগীদের সাহায্য দান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রামফ্রন্টে চেয়ারম্যান বিমান বসু, রবিন দেব, CITU জেলা সম্পাদক দেবাশীষ রায়, কল্লোহ মজুমদার, জয়চাঁদ পোদ্দার, সমাজ কর্মী সুজয় হালদার, CITU আহ্বাহ দিবস দে, তরুণ রায় চৌধুরী, গণতান্ত্রিক মহিলা সমিতি কলকাতা জেলা কমিটি সম্পাদক মণ্ডলী সদস্য বাসন্তী দাস, রুপা বাগচী সহ্য আরও অনেকে। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ ভূমিকায় দেখা যায় উদ্যোগতা রাজীব বিশ্বাস কে। তবে এই দিন রক্তদান শিবিরের পাশাপাশি CITU বেলেঘাটা ১নং আঞ্চলিক সমন্ময় কমিটি সদস্য সহ্য বহু মানুষ কমরেড জ্যোতি বসু স্টাডি সেন্টারে জন্য অর্থ সাহায্য করেন।
Comments