Posts

সুগার কসমেটিকস প্রসেনজিৎ চ্যাটার্জি সাথে দূর্গা পুজো

Image
সুগার কসমেটিকস প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে দুর্গা পুজো উদযাপন করেছে ভাগ্যবান ১০ জন অংশগ্রহণকারী অষ্টমীর দিনে বাঙালি সুপারস্টারের সাথে দেখা করেছিলেন কলকাতা, ভারত, ২৫ অক্টোবর ২০২৩ - সুগার কসমেটিকস, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিউটি কোম্পানি এবং জেড এবং সহস্রাব্দের গ্রাহকদের মধ্যে একটি কাল্ট ফেভারিট বাঙালি সুপারস্টার, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শীর্ষস্থানীয় অভিনেতা টনি লাহা রোয়ের, দিয়া মুখার্জি এবং আরাত্রিকা মাইতি সাথে একটি হৃদয়গ্রাহী উৎসবের মরসুম চিহ্নিত করেছে।এই চিত্তাকর্ষক আখ্যানটিতে, প্রসেনজিৎ তার ভক্তদের এই পুজো মরসুমে তার সাথে দেখা করার একটি অনন্য সুযোগ প্রসারিত করেছেন, উদযাপনে একটি অতিরিক্ত উত্তেজনা যোগ করেছেন। টিভি কমার্শিয়াল রাজ্যব্যাপী প্রচারিত হয়েছিল নেতৃস্থানীয় বাংলা প্রধান টেলিভিশন চ্যানেল জুড়ে এবং মূলধারার ডিজিটাল, সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং খুচরা টাচপয়েন্ট জুড়ে সম্প্রচারিত হয়েছিল। টিভিসি-তে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শকদের একটি উত্তেজনাপূর্ণ সুযোগে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এই বলে যে, "শুধু একটি নম্বরে একটি মিস কল দিন, এবং আপনি অষ্টমীতে আমার...

কসবা যুবক সংঘে পরিচালনায় শ্রী শ্রী সার্ব্বজনীন দুর্গোউৎসবে শুভ উদ্ভোধন হল বুধবার

Image
বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উত্‍সব হল দুর্গাপুজা বা দুর্গোত্‍সব। হিন্দু দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করেই এই মহোত্‍সব। শাস্ত্রীয় বিধান মতে, আশ্বিন মাসের শুক্লপক্ষে এবং চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গোত্‍সব পালন করা হয়। দক্ষিণ এশিয়ায় এই পুজাকে শরৎকালের বার্ষিক মহা উৎসব হিসাবে ধরা হয় তাই একে শারদীয় উৎসবও বলা হয়। কার্তিক মাসের ২য় দিন থেকে ৭ম দিন পর্যন্ত এই উৎসবকে মহালয়া, মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও মহাদশমী নামে পালন করা হয়। রামায়ণ অনুসারে, অকালে বা অসময়ে দেবীর আগমন বা জাগরণ বলে বসন্তকালের দূর্গা উৎসবকে বাসন্তী পূজা বা অকালবোধনও বলা হয়।কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে দুর্গাপুজা সাড়ম্বরে পালন করা হয়। তবে বর্তমানে ভারতের একাধিক রাজ্যেই এই উত্‍সব বিশেষ ভাবে প্রাধান্য পাচ্ছে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এই উৎসবের জাঁকজমক সর্বাধিক। হলেও মহারাষ্ট্র, অসম, ওডিশাতেও মহাসমারোহে দুর্গাপুজা পালিত হয়।। পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসব দেশগুলিতে পশ্চিমবঙ্গের বাঙালিরা কর্মসূত্রে বসবাস করেন, সেখানেও মহাসমারোহে দুর্গোৎসব আয়োজিত হয়ে থাকে। এই কারণে সারা ব...

কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবা পরিচালনায় বস্ত্র বিতরণ

Image
আসতে চলেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সারাবছর ধরে মানুষ এই দিনটিরই অপেক্ষায় থাকে। পুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই বাকি। তারপরই উমা আসবে ঘরে। তবে এই পুজো ধনী দরিদ্র ভেদাভেদ করে না মা দূর্গা। তবুও দেখা যায়, একটা শ্ৰেণীর মানুষ এখনও জাঁকজমক থেকে বঞ্চিত। সাধ থাকলেও নতুন জামা কাপড় পরার সাধ্য নেই তাঁদের।তাই এবার সেই সমস্ত অসহায় বাচ্ছাদের পুজোর মুখে তাদের হাতে নববস্ত্র তুলে দিয়ে হাসি ফোটালেন কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবা। তাঁদের যৌথ উদ্যোগে রবিবার স্টেশন গৌরদহ এলাকা চত্বরে ছোট ছোট বাচ্ছাদের জামা প্যান্ট ও বয়স্কদের বস্ত্র বিতরণ করলেন তারা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই নৈতিক দায়িত্ব ও লক্ষ্য, এই বার্তাটি রাখলেন। কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহন বাগান ফ্যান্স ক্লাব কসবার সেগেটারি সন্দীপ(সোনা )পাল বলেন আমাদের প্রিয় দাদা মোহনবাগান ক্লাব সচিব দেবাশীষ দত্তর অনুপ্রেরণায় আমরা এই ধরনের কাজ করে থাকি। আজও করছি। এটা নতুন নয় এর আগে বহু সময় সামাজ সেবামূলক কাজ করেছি আমরা। আগামী দিনও করবো। এটাই আমাদের মূল লক্ষ। তবে এই ভাবেই সমাজে মানুষের ...

আকাশ মিউজিকে পরিচালনায় আয়োজিত হল এক সংগীতানুষ্ঠান

Image
বাজলো তোমার আলোর রেনু গানের এই ট্যাক লাইনটি শুনে মনে হয় সেই পুরো দিনের সেই দূর্গাপুজো আনন্দে অনুভূতি। কিন্তু আজও এই ট্যাক লাইনে মাধ্যমে মনে হয় পুজো শুরু হয়ে গেছে। বাজলো তোমার আলোর রেনু।শনিবার মহালয়া তীরে মাতৃপক্ষে সভাবাজার রাজ বাড়ি নাগ মন্দিরে আকাশ মিউজিক এ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক সুরেলা সংগীতাংশ অনুষ্ঠান। যেখানে গানে তালে তালে বাজালো তোমার আলোর রেনু এই ট্যাক লাইনে বেশ জমজমাট অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। সমবৃত সংগীত, ঐক্য সংগীত নৃত্যে মাধ্যমে এই দিনের সুরেলা সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠানটি বেশ সুন্দর ভাবে আয়োজিত হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন, বিশিষ্ট সমাজেবী মনোতোষ বেরা, অনির্বান সামস্ত, ধনঞ্জয় মন্ডল, সহ্য বহু বিশিষ্টজনেরা। তবে মহালয়া পূর্ণলগ্নে যখন গোটা বাঙালির মনে আনন্দে উল্লাস ঠিক তখননি আকাশ মিউজিকে কর্ণধার সঞ্জীব অধিকারী এই অনুষ্ঠান সবাইয়ের মনকে এক সতেজ করে তুলে ছিল এই দিন।

রেলবিহার পুজো কমিটি সমস্ত মহিলা সদস্যদের মহালয়া আবাসন পরিক্রমা

Image
মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচালিত আছে। এদিনই দেবীর দুর্গার চক্ষুদান হয়। মহালয়া শব্দটির অর্থ, মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন, সেই মহান আলয়। চারিদিকে পুজো পুজো গন্ধ। আশ্বিনের 'শারদ প্রাতে' আলোকবেণু বাজতে আর হাতে গোনা দিনের অপেক্ষা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষ শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। এই দিন পূর্ব পুরুষদের স্বরণ করে গঙ্গা ঘাটে দর্পন করে জল দেওয়া নিয়ম আদি কাল থেকে হয়ে আসছে। তাই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন গঙ্গার ঘাটে ভিড় দেখা যায়। ২০২৩এ মহালয়া আগমন হয়েছে ১৩ অষ্টবর শনিবার। এই দিন রেলবিহার পুজো কমিটি সমস্ত সদস্যদের এক অন্য রূপে দেখা গেল। পুজো কমিটি সমস্ত মহিলা সদস্যরা ভোরেবেলা ঢাকি বাজিয়ে আবাসন পরিক্রমা করলেন ধুমধাম করে। আনন্দপুর কলকাতা ৭০০১০৭ এই পুজো বহু বছর ধরে হয়ে আসছে। তবে এই দিনের এই মহালয়া পরিক্রমা ছিল দেখার মতো।

লোক নায়ক জয়প্রকাশ নারায়ণের ১২২ত্তম জন্মদিবস পালন করলেন জনতা দল (ইউনাইটেড)

Image
নিজস্ব প্রতিনিধি :-(গীতা মন্ডল )১১ই অক্টোবর ২০২৩, জনতা দল (ইউনাইটেড),পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ১২২তম জন্মদিবস পালন করা হয়। লোকনায়কের রাজনৈতিক সংগ্রাম, স্বাধীনতার লড়াই, সমাজবাদ প্রতিষ্ঠার সংকল্প, সপ্তক্রান্তি বিপ্লব, দুর্নীতি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে ছাত্র-যুব ও সাধারণ মানুষকে একত্রিত করে গণতান্ত্রিক সংগ্রাম ও ফলস্বরূপ জনতা পার্টির সরকার গঠন আলোচিত হয় । এই দিনটি জনতা দল (ইউনাইটেড) এর পক্ষে কলিকাতার শ্যামবজারের বীরেন্দ্র মঞ্চে “সাম্প্রদায়িক দুর্নীতি বিরোধী সভা” রূপে প্রতিপালিত হয়।পাঁচশো অধিক প্রতিনিধি যোগদান করেন। সভার সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য জনতা দল (ইউনাইটেড) এর সভাপতি শ্রী অমিতাভ দত্ত ও প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ জনাব গোলাম রসুল বলিয়াভী। অন্যান্য বক্তা - শ্রী সুভাষ সিং, শ্রী কাশিনাথ রায়, শ্রী দিলিপ প্রামাণিক প্রমুখ। নিম্নলিখিত রাজনৈতিক প্রস্তাব : – সর্বভারতীয় স্তরে I. N. D. I. A. জোট গঠন ও তাকে শক্তিশালী করা। সারাদেশে জাতিগত জনগণনা সেন্সাসের মাধ্যমে পরিচালিত করার দাবী ও সামাজিক সমস্যা মূল্যায়ন ও সমাধ...

ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জি হেলথ মিশনে উদ্যোগে বস্ত্র বিতরণ

Image
পুজো মাত্র আর কয়েকটা দিন বাকি ইতিমধ্যেই প্রত্যেকে কেনা কাঁটা চলছে জোরকদমে। কিন্তু এই বস্ত্র যারা কিনতে পারে না তাঁদের জন্য যেন পুজো আনন্দে মুখভার। শিশুরা স্ল্যান মুখে প্যান্ডেল সমানে দাঁড়িয়ে থাকলে মনে মায়ের এ কি বিচার কেউ নতুন জামা কাপড় পড়ে হাসি মুখে মা কে দর্শন করছে। আর কেউ একটু জামা কাপড় বা ভালো খাবারে জন্য কারো কাছে হাত পাতছে। তবে এই শিশুদের মুখে এবার হাসি ফোটালেন ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জি হেলথ মিশন সংস্থা। রবিবার এই সংস্থার উদ্যোগে পথচারি শিশুদের হাতে বস্ত্র তুলে দিলেন। আর সেই বস্ত্র পেয়ে খুশি ছোট ছোট বাচ্ছারা। ব্যারাকপুর স্টেশনে উপর বেশ কয়েকজন শিশুদের বস্ত্র দেন এই সংস্থার সদস্যরা। তবে এই কাজ নতুন নয় মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকে ডক্টর শ্যামা প্রসাদ হেলথ মিশন। এই দিন উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী,শ্রীষেন্দু ব্যানার্জী, ওঁকারনাথ চক্রবর্তী, মহেন্দ্র দাস,শ্রীমন্তীনি গুপ্ত, টুম্পা চক্রবর্তী, সুপ্রকাশ চৌধুরী, আয়ুষ্মান চক্রবর্তী সহ আরও অনেকে।