Posts

Showing posts from June, 2024

রবিবার ১০৫ নং ওয়ার্ডে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত হল

Image
১৯৪১ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আহত সৈনিকদের সাহায্য করার জন্যে প্রথম স্বেচ্ছায় রক্তদান শুরু হয়। দেশের প্রথম ব্লাড ব্যাঙ্কটি কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন এন্ড পাবলিক হেলথ এ স্থাপিত হয় এবং রেড ক্রস পরিচালিত হয়। রক্তদাতারা বেশিরভাগ সরকারি কর্মচারী এবং এংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের মানুষ মানবতার কারণের জন্য রক্ত ​​দান করেছে। যুদ্ধের পরে স্বেচ্ছাসেবী দাতাগণের সংখ্যা হ্রাস পায় এবং রক্তদানকারীদের দান করা হতো। ১৯৫৪ সালে মুম্বাইয়ে সোনালী রক্তদান ক্যাম্পে লীলা মৌলগ্নকার শুরু করেছিলেন। ১৯৬০-এর দশকে অনেকগুলি রক্তবর্ণ ব্যাংক বিভিন্ন শহরে খোলা দেখেছিল। ১৯৭৫ সালে তার দায়িত্ব পালনকালে, জন্মাজী জলি, ভারতীয় সোসাইটি অব ব্লাড ট্রান্সফিউজেন এবং ইমিউনোহাইম্যাটোলজি'র সভাপতি অক্টোবর 1 তারিখে জাতীয় স্বেচ্ছাসেবী রক্তদান দিবসের কথা ঘোষণা করেন, যা সারা দেশ জুড়ে দেখা যায়। রবিবার ১০৫ নং ওয়ার্ডে পৌরমাতা সুশীলা মন্ডল এ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। এই দিনের এই ক্যাম্পে বহু সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্ত দিতে দেখা যায়। রক্ত দান মহৎদান। এক ফোঁটা রক্তই কিন্

সঙ্গীতা একাডেমি উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস পালন

Image
২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় ২০১৪ খ্রিস্টাব্দের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় ১২৪ নম্বর আলোচ্য বিষয়ের উপর - প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত উপস্থাপন করেন। ১৭৫ দেশের উপস্থিত প্রতিনিধির সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুসারে ২০১৫ খ্রিস্টাব্দের ২১ জুন হতে এই বৈশ্বিক দিবসটি পালিত হয়ে আসছে। রবিবার সঙ্গীতা একাডেমি উদ্যোগে আয়োজিত হল অন্তর্জাতিক যোগা দিবস। সংস্থার কর্ণধাররা জানান ২১জুন এই দিন টি পালন করতে পারিনি ব্যাস্ততার কারণে তারা। তাই রবিবার ২৩শে জুন

"অন্তর মম বিকাশিত করো" বলাকওয়া কবি প্রণাম

Image
"শব্দের সঙ্গে সহবাস"যথার্থভাবে করলেই যে কোন কবির কবিতার চিত্রকলা আঁকা যায়। তার জন্য আর অন্য কোন শিল্পী মাধ্যমে সহায়তার খুব একটা প্রয়োজন পড়ে না। নিখুঁত উচ্চারণ, ছন্দ প্রকরণ ও কণ্ঠস্বরে যথার্থ প্রয়োজনই যথেষ্ট চিত্রকল্প গড়ে তোলার জন্য এমনটাই বলেন প্রবীর বম্ভ্রচারী।শনিবার বলাকওয়া কবিপ্রণাম। চিরন্তন কবিতা আবৃতিমেলা আয়োজিত হলো কলকাতা শরৎ স্মৃতি সমিতিতে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম রচিত কবিতার মাধ্যমে এ দিনে ছিল কবিপ্রণাম। অনুষ্ঠানটি ছিল দেখার মত। প্রত্যেকে নিজের শো ভঙ্গিমায় পারফর্মেন্স ফুটিয়ে তুলেছে এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে।

দমদম বিধানসভা বাংলা পক্ষে উদ্যোগে দমদম পৌরসভা ৩ ও ৬ নং ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি

Image
রবিবার দমদম বিধানসভা বাংলা পক্ষের উদ্যোগে দমদম পৌরসভা ৩ ও ৬ নং ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি করা হয়। বাড়িতে বাড়িতে গিয়ে সেই দিন কর্মসূচি সাড়েন বাংলা পক্ষের যোদ্ধারা। তাঁদের দাবী পশ্চিমবঙ্গে বাইরে অন্যান্য রাজ্যে যে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা আছে। সেটা পশ্চিমবঙ্গেও ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে বিধানসভা থেকে আইন আকারে পাশ করাতে হবে। যাতে পশ্চিমবঙ্গে ৮৬ শতাংশ বাঙালী সহ সকল ভূমিপুত্র এই আইনের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা পায়। এই আইন যতক্ষন না পাশ হবে ততক্ষন আমাদের লড়াই চলবে এমনটাই বলেন বাংলা পক্ষ উত্তর ২৪ শহর অঞ্চলে উপদেষ্ঠা অভিজিৎ দে। তিনি আরও বলেন গত চার পাঁচ মাসে পরপর ডাকাতি হল। এর লিঙ্কাটা কোথায় থেকে এসেছে। সব পাশাবর্তী রাজ্যে থেকে কখনও ঝাড়খন্ড, কখনও বিহার এই সব রাজ্যে থেকে সূত্র পাওয়া যাচ্ছে। বহিরাগত গুটক্ষাখোররা চাইছে পশ্চিমবঙ্গে মাটি ও পশ্চিমবঙ্গে অর্থনীতি টা ধ্বংস হক এই জন্যই এই চক্রান্ত করে চলেছে। তাই আমরা চাই প্রশাসন এর ব্যবস্থা নিক।

রাসবিহারী এভিনিউ ট্রেডার্স এসোসিয়েশনে উদ্যোগে রক্তদান শিবির

Image
রক্তদান মহৎ দান এক ফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয়। থাকে কোনো ভেদাভেদ। তাই রক্ত চাহিদা মেঠাতে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। ঠিক তেমনি শনিবার রাসবিহারী এভিনিউ ট্রেডার্স এসোসিয়েশনে উদ্যোগে আয়োজিত ছিল একটি রক্তদান শিবির ক্যাম্প। পাশাপাশি ছিল হেলথ চেকাপ ও দন্ত চিকিৎসা ক্যাম্প।১২০এ, রাসবিহারী এভিনিউ, সন্নিকটে এই শিবিরে আয়োজন করা হয়। এই দিন বহু মানুষকে রক্ত দিতে দেখা যায় এই ক্যাম্পে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, সাংসদ মালা রায়, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা সহ্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

ইউনিভার্সাল শেফ ফেডারেশন তরফে হয়ে গেল দ্যা হোম কুক ট্যালেন্ট হান্ট কম্পেটিশন

Image
শুক্রবার ইউনিভার্সাল শেফ ফেডারেশন তরফ থেকে ১৪ই জুন দ্যা হোম কুক ট্যালেন্ট হান্ট কম্পেটিশন হয়ে গেল ডানলপে এক পাঁচতারা হোটেলে। খেতে যেমন মানুষ ভালো বাসে ঠিক তেমনি রান্না করতেও ততটাই ভালো বাসে প্রত্যেকে। তাই ঘরোয়া রাঁধুনি থেকে শেভ হতে প্রত্যেকে সুযোগ করিয়ে দিল ইউনিভার্সাল শেফ ফেডারেশন। রাঁধুনিরা তাঁদের নিজেদের মতো রান্না করে কুকিং চ্যাম্পিয়ন হল এই গ্রান্ড ফিন্যালের মধ্যে দিয়ে। এই দিন ১২জন মেম্বার মিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।৯জুন চুঁচুড়াতে এরই অডিশন হয়ে ছিল। আজ তার গ্রান্ড ফাইনাল হয়।সেভ টেবিল, ইয়াং সেভ, হোম সেভ এই তিনটি যৌথ ভাবে ইউনিভার্সাল শেফ ফেডারেশন আয়োজন করেন।

প্রবীণ প্রভা সংবাদ মাধ্যম গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান

Image
রবিবার হাজরা সুজাতা সদন হলে ১৩ত্তম গুণীজনেদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেলো। বিগত বছর গুলির ন্যায় এবছরও প্রবীণ প্রভা সংবাদ মাধ্যম তার গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হল অতি সারম্বরে সঙ্গে। উক্ত অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের এই অনুষ্ঠানের মধ্যে সংবর্ধনা জানানো হয়। যেখানে উপস্থিত ছিল জ্যোতিষী সহ্য বিভিন্ন পেশার মানুষ জনেরা। অভিনেতা রাজীব বসু হাতে দিয়ে পুরস্কার পেয়ে খুশি প্রত্যেক সন্মানিত ব্যক্তিরা। তবে অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় দেখা কাজল দাস মহাশয়কে। তার সুন্দর ভাবনায় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।

এক্সজিট পোলে বেশ কিছু সমস্যা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেসে সভানেত্রী মিতা চক্রবর্তী

Image
শনিবার এক্সজিট পোলের বেশ কিছু বিভ্রান্তি মূলক সমস্যা নিয়ে এবার সাংবাদিক সম্মেলনে করলেন সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি মুখপাত্র মিতা চক্রবর্তী। তিনি বলেন ভোটের রেজাল্ট বেড়ানো আগে বিভিন্ন মিডিয়াতে এক্সজিট পোল দেখানো হয়। কিন্তু তার এফেক্ট পড়ে বিভিন্ন শেয়ার মার্কেটে। তিনি আরও বলেন অমিত শাহ কয়েক দিন আগে বলেছিলেন আমাদের দেশে যে ৫কোটি রিটেলস ইনভেস্টার আছে তারা যেন সামনে এগিয়ে আসে। এবং শেয়ার মার্কেটে নিবেশ করে। নেত্রী মিতা চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন দেশের কোন মন্ত্রী এই ধরনের কথা বলতে পারে না। সেখানে অমিত শাহ এই ধরণের কথা বলছে। পাশাপাশি তিনি আরও বলেন, এই একক্সজিট পোলের দরুন বহু ছোট ছোট শেয়ার মার্কেট লসে রান করছে। এছাড়া একক্সজিট পোলের বিভিন্ন কোম্পানিসরা আছেন তারা বেশি ভাগ মারাত্মক বিভ্রান্তি মূলক একক্সজিট পোল দেখানো হয়। একক্সজিট ভুল হতে পারে, কিন্তু এতটা ভুল কিভাবে সম্ভব। তার মানে কি যারা এক্সজিট পোল করে তারা কি বিজেপি কাছে থেকে কি পেড কিছু পায়। এমনি অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখলেন কংগ্রেসে সভানেত্রী মিতা চক্রবর্তী।

সবুজ আবিরে বিজয় উৎসব পালন হল ২০নং ওয়ার্ড

Image
বিজয় উৎসবে সবুজ আবিরে রঙে রঙ্গিল হল ২০নং ওয়ার্ড। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে জয়ী হওয়ায় সাধারণ মানুষ সবুজ আবিরে মাতলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডে পৌরমাতা শুভ্রা চক্রবর্তী, ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী সহ সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষ। সাথে ছিল মিষ্টি বিতরণ। তবে এই দিন মহিলা পুরুষ সবাইকে এক সাথে তালে তালমিলিয়ে বিজয় মিছিলে হাঁটতে দেখা।

মা কালী পুজো উপলক্ষে ভোগ বিতরণ করলেন সমাজসেবী নাগেশ সিং

Image
আবারও সাধারণ মানুষকে নিজে হাতে ভোগ বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং। বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে প্রতি অম্ব্যাবসায় ভোগ বিতরণ করতে দেখা যায় এনাকে। শুধু ভোগ বিতরণ নয় মানুষের স্বার্থে সমাজে বিভিন্ন সময় সামাজিক মূলক কাজ করেন বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং। বড় বাজার বটতলা স্ট্রিটে বিশ্ব শান্তি মা কালী এই পুজো অতি জনপ্রিয়। প্রতিবারে বহু মানুষ এই পুজো উপলক্ষে ভোগ খেতে দেখা। তবে এই দিন ভোগে ছিল খিচুড়ি আর পায়েস। আমার এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে। শুধু তাই নয় এই ধরনের কাজে আমাকে সব সময় অনুপ্রেরণা দেন সন্তোষ পাঠক। তার প্রেরণাতেই আমি এই ধরনের সামাজিক মূলক কাজ করে থাকি। এমনটাই বলেন বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং।

শেষ দফার নির্বাচন খাস সংবাদে ফোকাস চিত্র ৩৩নং ওয়ার্ড

Image
পয়লা জুন শেষ দফায় ৯টি কেন্দ্রে ভোট সম্পূর্ণ হল। তবে ভোট কে কেন্দ্র করে এই নির্বাচন কোথায় শান্তি আবার কোথাও অশান্তি চিত্র ধরা পড়ল প্রত্যেক নির্বাচনের মত এই নির্বাচনও। তবে শেষ দফায় খাস সংবাদে ফোকাস ছিল ৩৩নং ওয়ার্ড। যেখানে বেশ কয়েকটি বুথে শান্তিপূর্ণ ও কোথাও বা অশান্তি চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরাতে। শ্যামাপ্রসাদ বুথ পার্ট নাম্বার ২২০, কানু চ্যাটার্জি নামে এক সি, পি এম কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করে ওই ব্যক্তি। বেলেঘাটায় মানুষ ভোট দিতে পারতেন না। ১৫ সাল থেকে আমাদের এই অভিজ্ঞতা।বিভিন্ন জায়গায় ভোট যেতে দিতে বাঁধা দেওয়া হত।কিন্তু এখন তা একটু কমেছে।আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি ভয় মুক্ত হয়ে ভোট দিন। এমনি বক্তব্য রাখলেন সিপিএম এ অন্যতম সদস্য দিবস দে, রাজীব বিশ্বাস, সজল রায় চৌধুরী।