"অন্তর মম বিকাশিত করো" বলাকওয়া কবি প্রণাম

"শব্দের সঙ্গে সহবাস"যথার্থভাবে করলেই যে কোন কবির কবিতার চিত্রকলা আঁকা যায়। তার জন্য আর অন্য কোন শিল্পী মাধ্যমে সহায়তার খুব একটা প্রয়োজন পড়ে না। নিখুঁত উচ্চারণ, ছন্দ প্রকরণ ও কণ্ঠস্বরে যথার্থ প্রয়োজনই যথেষ্ট চিত্রকল্প গড়ে তোলার জন্য এমনটাই বলেন প্রবীর বম্ভ্রচারী।শনিবার বলাকওয়া কবিপ্রণাম। চিরন্তন কবিতা আবৃতিমেলা আয়োজিত হলো কলকাতা শরৎ স্মৃতি সমিতিতে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম রচিত কবিতার মাধ্যমে এ দিনে ছিল কবিপ্রণাম। অনুষ্ঠানটি ছিল দেখার মত। প্রত্যেকে নিজের শো ভঙ্গিমায় পারফর্মেন্স ফুটিয়ে তুলেছে এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা