এক্সজিট পোলে বেশ কিছু সমস্যা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেসে সভানেত্রী মিতা চক্রবর্তী
শনিবার এক্সজিট পোলের বেশ কিছু বিভ্রান্তি মূলক সমস্যা নিয়ে এবার সাংবাদিক সম্মেলনে করলেন সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি মুখপাত্র মিতা চক্রবর্তী। তিনি বলেন ভোটের রেজাল্ট বেড়ানো আগে বিভিন্ন মিডিয়াতে এক্সজিট পোল দেখানো হয়। কিন্তু তার এফেক্ট পড়ে বিভিন্ন শেয়ার মার্কেটে। তিনি আরও বলেন অমিত শাহ কয়েক দিন আগে বলেছিলেন আমাদের দেশে যে ৫কোটি রিটেলস ইনভেস্টার আছে তারা যেন সামনে এগিয়ে আসে। এবং শেয়ার মার্কেটে নিবেশ করে। নেত্রী মিতা চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন দেশের কোন মন্ত্রী এই ধরনের কথা বলতে পারে না। সেখানে অমিত শাহ এই ধরণের কথা বলছে। পাশাপাশি তিনি আরও বলেন, এই একক্সজিট পোলের দরুন বহু ছোট ছোট শেয়ার মার্কেট লসে রান করছে। এছাড়া একক্সজিট পোলের বিভিন্ন কোম্পানিসরা আছেন তারা বেশি ভাগ মারাত্মক বিভ্রান্তি মূলক একক্সজিট পোল দেখানো হয়। একক্সজিট ভুল হতে পারে, কিন্তু এতটা ভুল কিভাবে সম্ভব। তার মানে কি যারা এক্সজিট পোল করে তারা কি বিজেপি কাছে থেকে কি পেড কিছু পায়। এমনি অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখলেন কংগ্রেসে সভানেত্রী মিতা চক্রবর্তী।
Comments