মা কালী পুজো উপলক্ষে ভোগ বিতরণ করলেন সমাজসেবী নাগেশ সিং
আবারও সাধারণ মানুষকে নিজে হাতে ভোগ বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং। বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে প্রতি অম্ব্যাবসায় ভোগ বিতরণ করতে দেখা যায় এনাকে। শুধু ভোগ বিতরণ নয় মানুষের স্বার্থে সমাজে বিভিন্ন সময় সামাজিক মূলক কাজ করেন বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং। বড় বাজার বটতলা স্ট্রিটে বিশ্ব শান্তি মা কালী এই পুজো অতি জনপ্রিয়। প্রতিবারে বহু মানুষ এই পুজো উপলক্ষে ভোগ খেতে দেখা। তবে এই দিন ভোগে ছিল খিচুড়ি আর পায়েস। আমার এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে। শুধু তাই নয় এই ধরনের কাজে আমাকে সব সময় অনুপ্রেরণা দেন সন্তোষ পাঠক। তার প্রেরণাতেই আমি এই ধরনের সামাজিক মূলক কাজ করে থাকি। এমনটাই বলেন বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং।
Comments