দমদম বিধানসভা বাংলা পক্ষে উদ্যোগে দমদম পৌরসভা ৩ ও ৬ নং ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি

রবিবার দমদম বিধানসভা বাংলা পক্ষের উদ্যোগে দমদম পৌরসভা ৩ ও ৬ নং ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি করা হয়। বাড়িতে বাড়িতে গিয়ে সেই দিন কর্মসূচি সাড়েন বাংলা পক্ষের যোদ্ধারা। তাঁদের দাবী পশ্চিমবঙ্গে বাইরে অন্যান্য রাজ্যে যে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা আছে। সেটা পশ্চিমবঙ্গেও ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে বিধানসভা থেকে আইন আকারে পাশ করাতে হবে।
যাতে পশ্চিমবঙ্গে ৮৬ শতাংশ বাঙালী সহ সকল ভূমিপুত্র এই আইনের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা পায়। এই আইন যতক্ষন না পাশ হবে ততক্ষন আমাদের লড়াই চলবে এমনটাই বলেন বাংলা পক্ষ উত্তর ২৪ শহর অঞ্চলে উপদেষ্ঠা অভিজিৎ দে। তিনি আরও বলেন গত চার পাঁচ মাসে পরপর ডাকাতি হল। এর লিঙ্কাটা কোথায় থেকে এসেছে। সব পাশাবর্তী রাজ্যে থেকে কখনও ঝাড়খন্ড, কখনও বিহার এই সব রাজ্যে থেকে সূত্র পাওয়া যাচ্ছে। বহিরাগত গুটক্ষাখোররা চাইছে পশ্চিমবঙ্গে মাটি ও পশ্চিমবঙ্গে অর্থনীতি টা ধ্বংস হক এই জন্যই এই চক্রান্ত করে চলেছে। তাই আমরা চাই প্রশাসন এর ব্যবস্থা নিক।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শনিবার নৃত্য শিল্পী সুচন্দ্রা ব্যানার্জী জন্মদিন উপলক্ষে নৃত্য অনুষ্ঠান