শেষ দফার নির্বাচন খাস সংবাদে ফোকাস চিত্র ৩৩নং ওয়ার্ড

পয়লা জুন শেষ দফায় ৯টি কেন্দ্রে ভোট সম্পূর্ণ হল। তবে ভোট কে কেন্দ্র করে এই নির্বাচন কোথায় শান্তি আবার কোথাও অশান্তি চিত্র ধরা পড়ল প্রত্যেক নির্বাচনের মত এই নির্বাচনও। তবে শেষ দফায় খাস সংবাদে ফোকাস ছিল ৩৩নং ওয়ার্ড। যেখানে বেশ কয়েকটি বুথে শান্তিপূর্ণ ও কোথাও বা অশান্তি চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরাতে। শ্যামাপ্রসাদ বুথ পার্ট নাম্বার ২২০, কানু চ্যাটার্জি নামে এক সি, পি এম কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করে ওই ব্যক্তি। বেলেঘাটায় মানুষ ভোট দিতে পারতেন না। ১৫ সাল থেকে আমাদের এই অভিজ্ঞতা।বিভিন্ন জায়গায় ভোট যেতে দিতে বাঁধা দেওয়া হত।কিন্তু এখন তা একটু কমেছে।আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি ভয় মুক্ত হয়ে ভোট দিন। এমনি বক্তব্য রাখলেন সিপিএম এ অন্যতম সদস্য দিবস দে, রাজীব বিশ্বাস, সজল রায় চৌধুরী।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব