সঙ্গীতা একাডেমি উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস পালন
২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় ২০১৪ খ্রিস্টাব্দের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় ১২৪ নম্বর আলোচ্য বিষয়ের উপর - প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত উপস্থাপন করেন।
১৭৫ দেশের উপস্থিত প্রতিনিধির সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুসারে ২০১৫ খ্রিস্টাব্দের ২১ জুন হতে এই বৈশ্বিক দিবসটি পালিত হয়ে আসছে। রবিবার সঙ্গীতা একাডেমি উদ্যোগে আয়োজিত হল অন্তর্জাতিক যোগা দিবস। সংস্থার কর্ণধাররা জানান ২১জুন এই দিন টি পালন করতে পারিনি ব্যাস্ততার কারণে তারা। তাই রবিবার ২৩শে জুন এই দিনটি কে বেছে নিয়ে উদযাপন করলেন। এই দিনে দেখা যায় ছোট বড় প্রত্যেকে সবাই মিলে যোগা ব্যায়াম করতে।ভারী সুন্দর দেখা ছিল অনুষ্ঠানটি কে। তবে এর পাশাপাশি শ্যামা প্রসাদ মুখার্জী ফোটতে মাল্যদান করেন সবাই। এই সংস্থার কর্ণধার বুলবুলি মাঝি ও সংগীতা চৌধুরী জানান যে আগামী দিন এই সব ছোট ছোট বাচ্ছাদের জন্য গান, অঙ্কন, আবৃতি, যোগাব্যায়াম যত্ন সহকারে ফ্রিতে শেখানো একটি স্কুল খুলতে চলেছে খুব শীঘ্রই। শুভ কামনা রইল তাঁদেরকে।
Comments