ওয়েস্ট বেঙ্গল ইয়ুথ INTUC অ্যানুয়াল কনফারেন্স হল বুধবার

ইউনিয়ন ও শ্রমিকদের মর্যাদা দিচ্ছে না। কর্মীদের ছাটাই করে দিচ্ছে। দিন দিন ইউনিয়ন করা কঠিন হয়ে যাচ্ছে। যেখানে মনিপুর জ্বলছে, মানুষ খেতে পাচ্ছে না সেখানে হোম মিনিস্টার বাংলায় এসে রাজনৈতিক কথা বার্তা বলছে। এটা দেশের জন্য ভালো নয়। বলেন ওয়েস্ট বেঙ্গল ইয়ুথ INTUC প্রেসিডেন্ট আজিতেশ পান্ডে। বুধবার ওয়েস্ট বেঙ্গল ইয়ুথ INTUC বার্ষিক বৈঠক হয়। আর সেই বৈঠকের দাঁড়িয়ে এমনটাই জানালেন আজিতেশ পান্ডে। কলকাতা মারুতি হলে এই বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গাবা,কামরুজ্জামান কামার,প্রদীপ ভট্টাচাৰ্য সহ আরও অনেকে।