বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে নার্জেশ সিং উদ্যোগে ভোগ বিতরণ
পুরাণ ও তন্ত্র গ্রন্থগুলিতে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। তবে সাধারণভাবে তাঁর মূর্তিতে চারটি হাতে খড়্গ, অসুরের ছিন্নমুণ্ড, বর ও অভয়মুদ্রা; গলায় মানুষের মুণ্ড দিয়ে গাঁথা মালা; বিরাট জিভ, কালো গায়ের রং, এলোকেশ দেখা যায় এবং তাঁকে তাঁর স্বামী শিবের বুকের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্রহ্মযামল মতে, কালী বঙ্গদেশের অধিষ্ঠাত্রী দেবী। কালীর বিভিন্ন রূপভেদ আছে। যেমন – দক্ষিণাকালী, শ্মশানকালী, ভদ্রকালী, রক্ষাকালী, গুহ্যকালী, মহাকালী, চামুণ্ডা ইত্যাদি। আবার বিভিন্ন মন্দিরে "ব্রহ্মময়ী", "ভবতারিণী", "আনন্দময়ী", "করুণাময়ী" ইত্যাদি নামে কালীপ্রতিমা প্রতিষ্ঠা ও পূজা করা হয়।
আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালীপূজা বিশেষ জাঁকজমক সহকারে পালিত হয়। এছাড়া মাঘ মাসে রটন্তী কালীপূজা ও জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালীপূজাও বিশেষ জনপ্রিয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যা এবং প্রতি মঙ্গলবার ও শনিবারে কালীপূজা হয়ে থাকে। ঠিক তেমনি বড় বাজার বটতলা স্ট্রিটে বিশ্ব শান্তি মা কালী পুজো অতি জনপ্রিয় এই এলাকায়। বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং এ উদ্যোগে এই মায়ের পুজো উপলক্ষে প্রতি অম্ব্যায় ভোগ নিবেদন করেন তিনি। অতি জনপ্রিয় এই মায়ের মন্দির। এলাকার বহু মানুষ পুজো উপলক্ষে ভোগ খেয়ে থাকেন। ঠিক তেমনি সোমবার বিশ্ব শান্তি মা কালী পুজো উপলক্ষে প্রতি বারের মতো এবারে ভোগ খাওয়ানো পথচারি সমস্ত মানুষজনকে। তবে সমাজসেবী নার্জেশ সিং এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
Comments