100 balls 50+Legends টুর্নামেন্ট হল শনিবার
ভারতে এই প্রথম চারটি টিম যথা ইভেন্স হেয়ার টান্স প্ল্যান কিং বেঙ্গল হেরিটেজ টাইগার রোহিত সুপার ষ্টার এবং কলকাতা ময়দান লীগের ১০০বলের টুর্নামেন্ট আয়োজন হয়। এখানে সারা ভারত তথা বহির ভারত থেকে ৫০এর উদ্ধে ক্রিকেট প্লেয়ার এই লিগে অংশ গ্রহণ করে। তারই শুভ সূচনা হয়ে গেল ২৫ শে নভেম্বর হাওড়া গুলমহর ইস্টান রেল ওয়ে গ্রান্ডে। ফাইনাল হবে আগামী ২৭ নভেম্বর বলে জানালেন লিগের অন্যতম আজগর হোসেন। এই অভিনব উদ্যোগ ভারতে এই প্রথম বলে দাবী করেন আজগর হোসেন। থাকছে পুরস্কার। তবে দেশে বিদেশে বহু প্রাক্তন ক্রিকেটারা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে।
Comments