বৃহস্পতিবার বাংলা ফিচারস ফিল্ম কে, এবং চোরা স্রোত ফিল্মের টাইটেল ট্র্যাক লঞ্চ হল
বৃহস্পতিবার বাংলা ফিচারস ফিল্ম কে, এবং চোরা স্রোত ফিল্মের টাইটেল ট্র্যাক লঞ্চ হল। চোরা স্রোতে মুভির প্রেসেন্টেড করেছে দ্যা আর্থ। ছবি প্রযোজক তুহিন কুমার। ও পরিচালনায় রয়েছে সুস্মিত মন্ডল, গান গেয়েছেন সুসভন তরফাদার, মিউজিকে রয়েছেন শুভঙ্কর সাহা। তবে অন্য দিকে কে মুভির রিলিস হতে চলেছে ২৪ শে নভেম্বর ভারিয়াস হলে। ছবি প্রোডাকশন কালোর পার্পল, প্রযোজক তুহিন কুমার, পরিচালনায় সৌম্য সরকার, ছবি ডিস্ট্রিবিউশন রয়েছে ইম্পেরিয়াল এন্টারটেইনমেন্ট। তবে এই গুলি গান থেকে শুরু করে ছবি গল্প একেবারে জমজমাট। যা দর্শকদের মন কেড়ে নেবে।
Comments