দেশের বাঁচাও নাগরিক সমিতি বাংলা কমিটির DBBC র পক্ষে প্রফেসর ড: শামসুল আলমের সাংবাদিক বৈঠক

সদ্য গঠিত Desh Bachao Nagarik Samity Bangla Cimmitteer DBBC র পক্ষে প্রফেসর ড. শামসুল আলমের সাংবাদিক বৈঠক :২০ নভেম্বর ২০২৩ কলকাতার মহাবোধী সোসাইটিতে অনুষ্ঠিত কনভেনশনে নিম্নলিখিত প্রস্তাব গৃহীত হয় : ১. কনভেনশন সিদ্ধান্ত নিল, ২০২৪ লোকসভা ভোটে দেশবাচাও বাংলা কমিটি মোদী চালিত হিন্দুত্ববাদী আদানী - মোদী আতাতের ফ্যাসিস্ট শাসনের পরাজয় ঘটাতে এবং রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীত্বে INDIA জোটের নয়া সরকার গড়তে সমস্ত শক্তি নিয়োগ করবে। ২. কনভেনশন এ রাজ্যে ২০২৪ ভোটে বিজেপির শূণ্য দেখতে চায়। তবে কমিটি তৃণমূল, সিপিএম এবং ISF এর সমর্থন দেবে না কোন লোকসভা কেন্দ্রে। কারণ তৃণমূল হচ্ছে কোরাপ্ট দল আর বাকি দুটো বিজেপর কোলে দুলছে। মূল কাজ হবে রাহুলের শ্লোগানকে হাইলাইট করা। তা হল " ঘৃণার বাজার বন্ধ কর এবং মহব্বতের দোকান খোলা "। কংগ্রেস ছাড়াও সিপি আই এম এল লিবারেশনের প্রার্থীদেরও পরিপূর্ণ সমর্থন দেবে। ৩. কমিটি ৪০- দফা দাবি ভিত্তিক আন্দোলন করবে আপামর জনতার সাথে SC ST OBC Minorities, women এবং কৃষক মজুর বুদ্ধিজীবী ও ছাত্রযুব সহ গদি মিডিয়ার বাইরের সব সোসাল মিডিয়া ও সাংস্কৃতিক সংগঠনকে সাথে নিয়ে । কমিটি নিচ তলার জোট বানাবে INDIA জোটের বন্ধু হিসাবে।
সাচ্চা গনতান্ত্রিক ও সেকুলার দলগুলোরও পাশে থাকবে কমিটি। ৪. কনভেনশনের ৪০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল UCC বাতিল করা, নয়া শিক্ষা নীতি বাতিল করা, NRC CAA বাতিল করা, সাচার কমিটির সম সুযোগ কমিশন গড়া, মহিলা সংরক্ষণ বিল ২০২৪ এ চালু করা, EVM এর বদলে ব্যালট পেপারে ফিরে যাওয়া, মনুসংহিতার সংবিধানের ভাবনাকে পত্রপাঠ বিদায় করা, এখুনি caste census চালু করা, UAPA তে বন্দীদের মুক্তি দেওয়া, বিলকিস বাবুর ধর্ষকদের জেলে ফেরত পাঠানো, মনিপুর ও হরিয়ানার দাঙ্গার বিচারবিভাগীয় তদন্ত করা এবং হিন্দুত্ববাদী নয়া সংসদের খোল নলচে পাল্টে দেওয়া। ৫. কনভেনশন মোদী সরকারের ইজরায়লি ও মার্কিন ঘেসা নীতির তীব্র প্রতিবাদ করছে এবং প্যালেস্টাইন এর স্বাধীনতার লড়াইকে পূর্ণ সমর্থন এবং যুদ্ধবাজ নারীঘাতী শিশুঘাতি ইজরায়েলকে ধিক্কার দিচ্ছে এবং হামাসকে জঙ্গী বলার জন্য মোদীর ক্ষমা চাইতে হবে বলে দাবি করছে কারণ গোটা ভারত ফিলিস্তিনিদের লড়াইয়ের পাশে আছে। ৬. কনভেনশন নতুন শিক্ষা কমিশন গড়তে নোবেলজয়ী অমর্ত্য সেনকে চায়। ৭. কনভেনশন দাবি করছে মহুয়া মৈত্রের সাংসদ পদ থেকে বহিস্কার করা চলবে না। ৮. কনভেনশন চাঁদ নিয়ে মোদীর বাড়াবাড়িকে নিন্দা করে এবং Science Times এর তথ্যসমৃদ্ধ লেখার উদ্ধৃতি দিয়ে সভাপতি ড. আলম বলেন, ভারত আদতে চাঁদেই যায়নি এবং তার বড় প্রমাণ হচ্ছে চন্দ্রযান ৩ কোন তথ্য পাঠাচ্ছে না ইসরোকে। **** সমাজবিজ্ঞানী ড. আলমের মূল ভাষণের পর অনেকের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি ইন্তাজ আলি শাহ্, অমলেন্দু চৌধুরী,বীরেন মাহাতো, শাহানারা খাতুন, অধ্যাপক অসিত বরণ রায়, সুতপা ভট্টাচার্য চক্রবর্তী,পাসারুল আলম, শ্রী মিলন নির্ঝর মৃধা, সুবল সর্দার প্রমূখ।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা