বৃহস্পতিবার সেন্টাল কলিকাতা ফ্যান এন্ড ইলেকট্রিক ডিলার্স এসোসিয়েশনে উদ্যোগে দিওয়ালি প্রীতি সম্মেলন।
বৃহস্পতিবার সেন্টাল কলিকাতা ফ্যান এন্ড ইলেকট্রিক ডিলার্স এসোসিয়েশনে উদ্যোগে উদযাপিত হল দিওয়ালি প্রীতি সম্মেলন। ১৫৭সি লেনিন সরণি সন্নিকটে এক হোটেলে এই অনুষ্ঠানটি পালিত হয়। যেখানে উপস্থিত ছিল বহু গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে ছিল দেদার খাওয়া দাওয়া, এবং একে ওপরে প্রতি প্রীতি সম্মেলন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাল কুমার সুরনা,জয় প্রকাশ জাসবাল, গোপাল চন্দ্র জাসয়াল,ভিনোদ কুমার শাউ বিকাশ কুমার শাও সহ আরও অনেকে।
Comments