মহেশতলা ১৩নং ওয়ার্ডে ১০০দিনের কাজ ও আবাস যোজনা কাজের বঞ্চনার প্রতিবাদে পথসভা

প্রধানমন্ত্রী আবাস যোজনা (প্রধানমন্ত্রী আবাস যোজনা 2023) হল একটি আবাস যোজনা যা দেশের অর্থনৈতিকভাবে দুর্বল বা দরিদ্র বা পিছিয়ে পড়া মানুষদের স্থায়ী বাড়ি তৈরি করার জন্য চালু করা হয়েছে যদি তাদের স্থায়ী বাড়ি না থাকে। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশের সমস্ত নাগরিকদের যাদের মাটির ঘর আছে তাদের কংক্রিটের ঘরের পরিবর্তে ঘর তৈরি করতে সাহায্য করছে। 2023 সালের বাজেটে, সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ 66 শতাংশ বাড়িয়েছে। কিন্তু সেই আবাস যোজনা এবার কার চুপি গরমিল।
মঙ্গলবার মহেশতলা ১৩ নং ওয়ার্ড ১০০ দিনের কাজ ও আবাস যোজনা কাজের বঞ্চনার প্রতিবাদে পথসভা হল কর্মীদেরকে নিয়ে। ১৩ নম্বর ওয়ার্ডে পৌরমাতা গৌরী নস্কর এই পথ সভার মধ্যে দিয়ে বলেন ১০০ দিনের টাকা ফিরিয়ে দিতে হবে কেন্দ্র কে অনেক লোক অসুবিধার মধ্যে আছে। তাঁদের টাকা ফিরত চাই। জব কার্ড হোল্ডারদের টাকা ফিরত দিতে হবে।এবং সাংবাদিকদের বলছি আপনারা সংবাদ মাধ্যমে মধ্যে দিয়ে এই আনন্দলনকে তুলে ধরুন। তবে এই সভার আরও অনেকে উপস্থিত ছিলেন তারা হলেন ওয়ার্ডে সভাপতি অসিত নস্কর, ওয়ার্ড সম্পাদক কাশীনাথ মন্ডল, কমল মন্ডল, অধেন্দু মালি চন্দ্রন মন্ডল, কুনাল মন্ডল, মহিলা সভানেত্রী মানসী নস্কর, শর্মিষ্ঠা নস্কর সংখ্যা লঘু সেলের শেখ রাজা সহ আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা