এক টুকরো vintage রাশিয়া। বহু বিতর্ক-ইতিহাস-নিষেধাজ্ঞা। প্রায় হারিয়ে যাওয়া সময়ের এক খন্ড চিত্র প্রদর্শনী। কলকাতায় প্রথমবার

লেনিন-স্ট্যালিনের বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সোভিয়েত রাশিয়ার চিত্রকলা আমরা বহুবার দেখেছি কিন্তু তারও আগে এক সোভিয়েত রাশিয়া ছিল। কেমন ছিল সেই রাশিয়া? কেমন ছিল সেই রাশিয়ার জীবনযাপন? সমাজ-রাজনীতি-প্রকৃতি-ধর্ম- পোশাক পরিচ্ছদ? এসব কিছুই হয়ত হারিয়ে যেত যদিনা রাশিয়ার প্রখ্যাত শিল্পরসিক, ব্যবসায়ী এবং লোকহিতৈষী পাভেল মিখাইলোভিচ ত্রেতিয়াকভ তৎকালীন রাশিয়ান শিল্পীদের ছবি সংগ্রহ না করতেন। তাঁর সেই সংগ্রহই পরবর্তীকালে মস্কোয় 'দ্য স্টেট ত্রেতিয়াকভ গ্যালারি', গোটা পৃথিবীর মধ্যে যাকে বলা হয় রাশিয়ান চিত্রকলার সবচেয়ে বড় ভাণ্ডার।
সেই ত্রেতিয়াকভ গ্যালারির ১৭ ও ১৮ শতকের বাক্রুদ্ধ করা ৬৫টি ছবির প্রিন্ট নিয়ে কলকাতায় প্রথমবার এক প্রদর্শনী। আয়োজনে নেতাজি ভাবনা মঞ্চ। পাভেল ত্রেতিয়াকভের ১৯০তম জন্মবার্ষিকীতে, নেতাজি ভাবনা মঞ্চের বিনম্র নিবেদন এই প্রদর্শনী চলবে ৮ নভেম্বর পর্যন্ত। দুপুর ২টো- সন্ধ্যে ৮টা। স্থানঃ 'চারুবাসনা', যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসের, চিত্তপ্রসাদ গ্যালারি।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা