Posts

Showing posts from October, 2022

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামাজিক দায়বদ্ধতা পালন, সঙ্গী কাউন্সিল

Image
৩১শে অক্টবর ২০২২, জাতীয় কমিশন, তপসিল জাতির সহ সভাপতি শ্রী অরুন হালদার মহাশয়ের তত্ত্বাবধানে, এস, বি. সি /এস, টি,/ও, বি, সি এমপ্লয়িজ কাউন্সিলকে সঙ্গী করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কলকাতা মন্ডল পশ্চিমবঙ্গ ও সিকিমের গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে ১৫০ টি ল্যাপটপ বিতরণ করে। 'আকাশজ' এন, জি, ও- এর মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বনাঢ্য অনুষ্ঠানে শ্রী অরুন হালদার মহাশয় মুখ্য অতিথি হিস্যাবে অনুষ্ঠানটি আলোকিত করেন। উক্ত অনুষ্ঠানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা মন্ডলের মুখ্য মহা ব্যবস্থাপক শ্রী প্রেম অনুপ সিনহা, জাতীয় কমিশন তপসিল জাতির শুভাকাঙ্খী শ্রী রজত কুমার দাস, এস, বি, আই, এস, সি /এস, টি,/ ও, বি, সি, এমপ্লয়িজ কাউন্সিলের অধ্যক্ষ শ্রী স্বপন হালদার, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিত মন্ডল, স্টেট ব্যাঙ্কের অন্যান্য আধিকারিক, এন, জি, ও প্রতিনিধি এবং অভিভাবক মন্ডল উপস্থিত ছিলেন। স্টেট ব্যাঙ্কের এই সামাজিক দায়বদ্ধতা পালনের ভুয়সী প্রশংসা করেন জাতীয় কমিশন, তপসিল জাতির - সহ সভাপতি শ্রী অরুন হালদার মহাশয় সহ অনুষ্ঠানে উপস্থিত সমগ্র অতিথিবৃন্দ।

বিধায়ক বিবেক গুপ্তা নিজের হাতে ছট উপলক্ষে পুজো দ্রব্য সামগ্রিক বিতরণ করলেন

Image
উত্তর কলকাতা তৃণমূল হিন্দু প্রকোষ্ঠ, গ্রেটার বড়বাজার একথা মঞ্চ ও রাজস্থান ইউবা মঞ্চ এ যৌথ উদ্যোগে ছট পুজো উপলক্ষে পুজো উপবাসী সাধারণ মানুষের জন্য বিশেষ সেবার আয়োজন করলেন এই সংস্থা গুলি। রবিবার ছট পুজো উপলক্ষে মহিলাদের শাড়ি, ঘট, কাঁচা দুধ ধুপ কাটি সহ্য বেশ কিছু জিনিস সাধারণ মানুষের হাতের তুলে দেন এরা। শুধু তাই নয় খিচুড়ি ভোগও সেবা দেওয়া হয় পথচারি সমস্ত মানুষকে। বিধায়ক বিবেক গুপ্তা নিজের হাতে এই পরিষেবা দেন তিনি। তবে এর উদ্যোগে রয়েছেন সংস্থার সভাপতি শ্যাম প্রকাশ পুরোহিত, সুমিত হরিথয়াল, অনিল পোদ্দার, নরেন্দ্র সিংগ্রালিয়া, রীতা সিংগ্রালিয়া, সঞ্জয় লাল শ্রেষ্ঠা, যৌগেশ শর্মা, সহ্য আরও অনেকে। তবে এই সেবায় মঞ্চ আলোকিত করেছেন যারা তারা হলেন মনোজ সিং, নরেশ চৌধুরী, রঘুনাথ আগরোয়াল, পবন শর্মা, সর্ণালী মিশ্রা, দীপক নিগালিয়া, ইলোরা সাহা, এছাড়াও বিশেষ অতিথি হিস্যাবে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা।

আরিব ফাউন্ডেশনে পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির

Image
রবিবার আরিব ফাউন্ডেশনে পরিচালনায় আয়োজিত হল ব্লাড ডোনেশন ক্যাম্প। এছাড়াও ছিল হেলথ চেকাপ ক্যাম্প ও আই ক্যাম্প। ফুল বাগান অ্যাথলেটিক ক্লাবের সন্নিকর্ট এ এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই দিন বহু মানুষ এই ক্যাম্পর মাধ্যমে পরিষেবা নেন তারা। তবে এই ক্যাম্পে যারা ব্লাড ডোনেট করেন তাঁদের প্রত্যেকে দেওয়া হয় ফলের ঝুড়ি এবং একটি করে গিফট। রক্তদান মহৎ দান এক ফোটা রক্ত মানুষের জীবন ফিরিয়ে দেয় তাই রক্তে চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। ঠিক তেমনি এখানেও সেই পরিষেবা ব্যবস্থা করা হয়ে ছিল। তবে এই অনুষ্ঠানে উদ্যোগে রয়েছেন প্রেসিডেন্ট শাব্বির আলী খান, সেগেটারি রুখশানা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার আমিরুদ্দিন ববি, বিধায়ক সর্ণকোমল সাহা,এছাড়াও ছিলেন বহু বিশিষ্ট জনেরা।

ছট পুজো দ্রব্য সামগগ্রিক বিতরণ করলেন কাউন্সিলার বিমল সিং

Image
ছট পূজা (বা ছঠ পূজা) হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে।শুক্রবার এই ছট পুজো কে উপলক্ষ করেই পুজো দ্রব্য সামগ্রিক বিতরণ করলেন ৪৭ নং ওয়ার্ডে কাউন্সিলার বিমল সিং। সঙ্গে তার সাথে ছিলেন তার স্ত্রী সুমন সিং। এই দিন পুজো উপবাসী প্রতিটি মহিলা কে কাপড়, তামার কুলো, নারকেল সহ্য বেশ কিছু জিনিস তুলে দেন এলাকার কাছের মানুষ কাজের মানুষ বিমল সিং। তবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, সহ্য বহু বিশিষ্ট জনেরা।

তরুণ সংঘ এন্ড লাইব্রেরি ক্লাবের পরিচালনায় শ্যামা পুজো শুভ উদ্বোধন

Image
তরুণ সংঘ এন্ড লাইব্রেরি ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পুজো শুভ উদ্বোধন হল রবিবার। জাহাঙ্গীর খান ও বিধায়ক অশোক দেবের হাত দিয়ে পুজো শুভ সূচনা হয় এই দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর খান, বিধায়ক অশোক দেব, তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব আরিফ হোসেন, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদেশ মাঝি, পূজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস, পূজালী থানার বড় বাবু অমিতাভ সারন্যাল, অভিনেত্রী মধুরিমা বসাক সহ্য আরও অনেক বিশিষ্ট জনেরা।

A. L দাও রোড যুবক সংঘ পরিচালনায় কালীপুজো উদ্ভোধন

Image
A. L দাও রোড যুবক সংঘ এ পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পুজোর, পুজো প্যান্ডেল উদ্ঘাটন হল শনিবার। বিধায়ক অশোক দেব মহাশয় এবং জাহাঙ্গীর খানের হাত দিয়ে ফ্রিতে কেটে পুজোর শুভ সূচনা হয়। পুজো উপলক্ষে পুজোর চারদিন থাকছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তবে এই দিন উদ্ভোধনের পাশাপাশি মাধ্যমিক কৃতিত্ব ছাত্রছাত্রী হাতে তুলে দেওয়া হয় গিফট। সব মিলিয়ে এই দিনের অনুষ্ঠান ছিল জমজমাট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার মিটুন টিকাদার, কাউন্সিলার স্নিগ্ধা মাইতি, এছাড়াও ছিল বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর খান, বিধায়ক অশোক দেব মহাশয়।

জনতা দলের পক্ষ থেকে পালিত হল লোকনায়ক জয় প্রকাশ নারায়ণের ১২০ ত্তম জন্ম দিবস

Image
জয় প্রকাশ নারায়ণ জনপ্রিয় ভাবে ( জে পি) বা লোক নায়ক নামে পরিচিতি, তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।১১ই অক্টবর ১৯০২ সালে তার জন্ম হয়। মৃত্যু হয় ৮ই অক্টবর ১৯৭৯ সালে। তার প্রতিষ্টা করা সংস্থা জনতা পার্টি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, প্রজা সমাজ তান্ত্রিক পার্টি সহ্য আরও অন্যান্য। মঙ্গলবার জনতা দল (ইউনাইটেড )দলের পক্ষ থেকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ১২০ত্তম জন্ম দিবস পালিত হল। অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার স্মৃতি স্বরণ করলেন জনতা দলের সমস্ত সদস্যবৃন্দরা।প্রথমে তাকে মাল্যদান করে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। কলকাতা ymca হলে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ncp সভাপতি প্রবোধ চন্দ্র সিনহা, জনতাদলের সভাপতি শ্রী অভিতাভ দত্ত, কৃর্তিমান ঘোষ, কৃষেন্দু বিশ্বাস, দীপঙ্কর ঘোষ, অনুপম মুখ্যর্জি, তাহারণ, কাজীনাথ রায় সহ্য আরও অন্যান্য বিশিষ্ট জনেরা।

গ্রামের মহিলাদের উদ্যোগে আয়োজিত হল ঘোড়ুই মহল যুবক সংঘের সার্বজনীন দুর্গোৎসব এ পুজো

Image
বিশালাক্ষী মায়ের আশীর্বাদ ধন্য পরিচালনায় ঘোড়ুই যুবক সংঘ সার্ব্বজনীন দুর্গোৎসব পুজো এবছর ছিল চোখে পড়ার মতো। মহিলা সমিতি উদ্যোগে ঘোড়ুই মহল যুবক সংঘে এবছরই ছিল তাঁদের পুজো প্রথম শুভ সূচনা। তবে তাঁদের মূল আকর্ষণ ছিল লক্ষী ভাণ্ডারে পাওয়া পাপ্য টাকা গ্রামের প্রত্যেক মহিলারা দিয়ে এই পুজো আয়জন করে। সরকারী অনুদান ছাড়া মহিলাদের উদ্যোগে এই পুজো ছিল চোখে পড়ার মতো। পুজো আরম্ভতে ছিল না কোন কমতি। পুজো চারদিন ব্যাপী ছিল নানা রকমের অনুষ্ঠান বস্ত্র বিতরণ থেকে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে গ্রামের এই মহিলাদের উদ্যোগে পুজো আয়জন শুনে খুশি হন বিধায়ক মন্টুরাম পাখিরা। শুধুই তাই নয় নিজেও এই পুজো জন্য দশ হাজার টাকা দেন। প্রতিমা থেকে পুজো প্যান্ডেল সমস্ত ছিল সেরার সেরা বিশেষ আকর্ষণ। রাত পর্যন্ত ছিল মানুষের ঢল। তবে এই পুজোর উদ্যোগে রয়েছেন গ্রামের প্রতিটি মহিলা, জয়শ্রী দোলই, সাবিত্রী দোলই, রীতা দোলই পূর্ণিমা পন্ডিত, দেবশ্রী দৌলই, এছাড়াও পুজো উদ্যোগেও রয়েছেন পুজো প্রেসিডেন্ট পঞ্চানন দোলই, সেগেটারি পরিমল দোলই, পুজো সদস্য তপু দোলই।

ষষ্ঠীতে শুভ উদ্ভোধন হল ব্রাইট ষ্টার ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো

Image
ষষ্ঠী দিনে শুভ উদ্ভোধন হল দক্ষিণ ২৪ পরগনার বজবজ নিশ্চিন্তপুর ব্রাইট ষ্টার ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব কমিটি দূর্গাপুজো। বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেবে হাত ধরে শুভ সূচনা হয় এই পুজো মণ্ডপটি। তাঁদের এই পুজো ১৭ত্তম বর্ষ এ পদার্পন করতে চলেছে। তবে এই দিন শুধু পুজো উদ্ভোধন ছিল না। সাথে ছিল বস্ত্র বিতরণ। বহু মানুষকে পুজো উপলক্ষে করে বস্ত্র তুলে দেওয়া হয় এই দিন। প্রথম দিনের পুজো মণ্ডপ দর্শন করতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি শংকর ঘোষাল, উপপ্রধান বাবুল হালদার, কমিটি যুন্ম সহ সভাপতি আবু সাঈদ, সভাপতি মৌসুমী সরদার, বাপ্পা সরদার, অঞ্চল সদস্য কৃষ্ণেন্দু দাস, আইনজীবী আজগার মল্লিক, সমাজসেবী শেখ বাবুল সহ্য আরও অনেকে।