স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামাজিক দায়বদ্ধতা পালন, সঙ্গী কাউন্সিল

৩১শে অক্টবর ২০২২, জাতীয় কমিশন, তপসিল জাতির সহ সভাপতি শ্রী অরুন হালদার মহাশয়ের তত্ত্বাবধানে, এস, বি. সি /এস, টি,/ও, বি, সি এমপ্লয়িজ কাউন্সিলকে সঙ্গী করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কলকাতা মন্ডল পশ্চিমবঙ্গ ও সিকিমের গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে ১৫০ টি ল্যাপটপ বিতরণ করে। 'আকাশজ' এন, জি, ও- এর মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বনাঢ্য অনুষ্ঠানে শ্রী অরুন হালদার মহাশয় মুখ্য অতিথি হিস্যাবে অনুষ্ঠানটি আলোকিত করেন। উক্ত অনুষ্ঠানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা মন্ডলের মুখ্য মহা ব্যবস্থাপক শ্রী প্রেম অনুপ সিনহা, জাতীয় কমিশন তপসিল জাতির শুভাকাঙ্খী শ্রী রজত কুমার দাস, এস, বি, আই, এস, সি /এস, টি,/ ও, বি, সি, এমপ্লয়িজ কাউন্সিলের অধ্যক্ষ শ্রী স্বপন হালদার, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিত মন্ডল, স্টেট ব্যাঙ্কের অন্যান্য আধিকারিক, এন, জি, ও প্রতিনিধি এবং অভিভাবক মন্ডল উপস্থিত ছিলেন। স্টেট ব্যাঙ্কের এই সামাজিক দায়বদ্ধতা পালনের ভুয়সী প্রশংসা করেন জাতীয় কমিশন, তপসিল জাতির - সহ সভাপতি শ্রী অরুন হালদার মহাশয় সহ অনুষ্ঠানে উপস্থিত সমগ্র অতিথিবৃন্দ।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা