ছট পুজো দ্রব্য সামগগ্রিক বিতরণ করলেন কাউন্সিলার বিমল সিং

ছট পূজা (বা ছঠ পূজা) হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে।শুক্রবার এই ছট পুজো কে উপলক্ষ করেই পুজো দ্রব্য সামগ্রিক বিতরণ করলেন ৪৭ নং ওয়ার্ডে কাউন্সিলার বিমল সিং। সঙ্গে তার সাথে ছিলেন তার স্ত্রী সুমন সিং। এই দিন পুজো উপবাসী প্রতিটি মহিলা কে কাপড়, তামার কুলো, নারকেল সহ্য বেশ কিছু জিনিস তুলে দেন এলাকার কাছের মানুষ কাজের মানুষ বিমল সিং। তবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, সহ্য বহু বিশিষ্ট জনেরা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা