ষষ্ঠীতে শুভ উদ্ভোধন হল ব্রাইট ষ্টার ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো

ষষ্ঠী দিনে শুভ উদ্ভোধন হল দক্ষিণ ২৪ পরগনার বজবজ নিশ্চিন্তপুর ব্রাইট ষ্টার ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব কমিটি দূর্গাপুজো। বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেবে হাত ধরে শুভ সূচনা হয় এই পুজো মণ্ডপটি। তাঁদের এই পুজো ১৭ত্তম বর্ষ এ পদার্পন করতে চলেছে। তবে এই দিন শুধু পুজো উদ্ভোধন ছিল না। সাথে ছিল বস্ত্র বিতরণ। বহু মানুষকে পুজো উপলক্ষে করে বস্ত্র তুলে দেওয়া হয় এই দিন। প্রথম দিনের পুজো মণ্ডপ দর্শন করতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি শংকর ঘোষাল, উপপ্রধান বাবুল হালদার, কমিটি যুন্ম সহ সভাপতি আবু সাঈদ, সভাপতি মৌসুমী সরদার, বাপ্পা সরদার, অঞ্চল সদস্য কৃষ্ণেন্দু দাস, আইনজীবী আজগার মল্লিক, সমাজসেবী শেখ বাবুল সহ্য আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা