আরিব ফাউন্ডেশনে পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির

রবিবার আরিব ফাউন্ডেশনে পরিচালনায় আয়োজিত হল ব্লাড ডোনেশন ক্যাম্প। এছাড়াও ছিল হেলথ চেকাপ ক্যাম্প ও আই ক্যাম্প। ফুল বাগান অ্যাথলেটিক ক্লাবের সন্নিকর্ট এ এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই দিন বহু মানুষ এই ক্যাম্পর মাধ্যমে পরিষেবা নেন তারা। তবে এই ক্যাম্পে যারা ব্লাড ডোনেট করেন তাঁদের প্রত্যেকে দেওয়া হয় ফলের ঝুড়ি এবং একটি করে গিফট। রক্তদান মহৎ দান এক ফোটা রক্ত মানুষের জীবন ফিরিয়ে দেয় তাই রক্তে চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। ঠিক তেমনি এখানেও সেই পরিষেবা ব্যবস্থা করা হয়ে ছিল। তবে এই অনুষ্ঠানে উদ্যোগে রয়েছেন প্রেসিডেন্ট শাব্বির আলী খান, সেগেটারি রুখশানা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার আমিরুদ্দিন ববি, বিধায়ক সর্ণকোমল সাহা,এছাড়াও ছিলেন বহু বিশিষ্ট জনেরা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা