গ্রামের মহিলাদের উদ্যোগে আয়োজিত হল ঘোড়ুই মহল যুবক সংঘের সার্বজনীন দুর্গোৎসব এ পুজো
বিশালাক্ষী মায়ের আশীর্বাদ ধন্য পরিচালনায় ঘোড়ুই যুবক সংঘ সার্ব্বজনীন দুর্গোৎসব পুজো এবছর ছিল চোখে পড়ার মতো। মহিলা সমিতি উদ্যোগে ঘোড়ুই মহল যুবক সংঘে এবছরই ছিল তাঁদের পুজো প্রথম শুভ সূচনা। তবে তাঁদের মূল আকর্ষণ ছিল লক্ষী ভাণ্ডারে পাওয়া পাপ্য টাকা গ্রামের প্রত্যেক মহিলারা দিয়ে এই পুজো আয়জন করে। সরকারী অনুদান ছাড়া মহিলাদের উদ্যোগে এই পুজো ছিল চোখে পড়ার মতো। পুজো আরম্ভতে ছিল না কোন কমতি। পুজো চারদিন ব্যাপী ছিল নানা রকমের অনুষ্ঠান বস্ত্র বিতরণ থেকে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে গ্রামের এই মহিলাদের উদ্যোগে পুজো আয়জন শুনে খুশি হন বিধায়ক মন্টুরাম পাখিরা। শুধুই তাই নয় নিজেও এই পুজো জন্য দশ হাজার টাকা দেন। প্রতিমা থেকে পুজো প্যান্ডেল সমস্ত ছিল সেরার সেরা বিশেষ আকর্ষণ। রাত পর্যন্ত ছিল মানুষের ঢল। তবে এই পুজোর উদ্যোগে রয়েছেন গ্রামের প্রতিটি মহিলা, জয়শ্রী দোলই, সাবিত্রী দোলই, রীতা দোলই পূর্ণিমা পন্ডিত, দেবশ্রী দৌলই, এছাড়াও পুজো উদ্যোগেও রয়েছেন পুজো প্রেসিডেন্ট পঞ্চানন দোলই, সেগেটারি পরিমল দোলই, পুজো সদস্য তপু দোলই।
Comments