জনতা দলের পক্ষ থেকে পালিত হল লোকনায়ক জয় প্রকাশ নারায়ণের ১২০ ত্তম জন্ম দিবস
জয় প্রকাশ নারায়ণ জনপ্রিয় ভাবে ( জে পি) বা লোক নায়ক নামে পরিচিতি, তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।১১ই অক্টবর ১৯০২ সালে তার জন্ম হয়। মৃত্যু হয় ৮ই অক্টবর ১৯৭৯ সালে। তার প্রতিষ্টা করা সংস্থা জনতা পার্টি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, প্রজা সমাজ তান্ত্রিক পার্টি সহ্য আরও অন্যান্য। মঙ্গলবার জনতা দল (ইউনাইটেড )দলের পক্ষ থেকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ১২০ত্তম জন্ম দিবস পালিত হল। অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার স্মৃতি স্বরণ করলেন জনতা দলের সমস্ত সদস্যবৃন্দরা।প্রথমে তাকে মাল্যদান করে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। কলকাতা ymca হলে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ncp সভাপতি প্রবোধ চন্দ্র সিনহা, জনতাদলের সভাপতি শ্রী অভিতাভ দত্ত, কৃর্তিমান ঘোষ, কৃষেন্দু বিশ্বাস, দীপঙ্কর ঘোষ, অনুপম মুখ্যর্জি, তাহারণ, কাজীনাথ রায় সহ্য আরও অন্যান্য বিশিষ্ট জনেরা।
Comments