বিধায়ক বিবেক গুপ্তা নিজের হাতে ছট উপলক্ষে পুজো দ্রব্য সামগ্রিক বিতরণ করলেন
উত্তর কলকাতা তৃণমূল হিন্দু প্রকোষ্ঠ, গ্রেটার বড়বাজার একথা মঞ্চ ও রাজস্থান ইউবা মঞ্চ এ যৌথ উদ্যোগে ছট পুজো উপলক্ষে পুজো উপবাসী সাধারণ মানুষের জন্য বিশেষ সেবার আয়োজন করলেন এই সংস্থা গুলি। রবিবার ছট পুজো উপলক্ষে মহিলাদের শাড়ি, ঘট, কাঁচা দুধ ধুপ কাটি সহ্য বেশ কিছু জিনিস সাধারণ মানুষের হাতের তুলে দেন এরা। শুধু তাই নয় খিচুড়ি ভোগও সেবা দেওয়া হয় পথচারি সমস্ত মানুষকে। বিধায়ক বিবেক গুপ্তা নিজের হাতে এই পরিষেবা দেন তিনি। তবে এর উদ্যোগে রয়েছেন সংস্থার সভাপতি শ্যাম প্রকাশ পুরোহিত, সুমিত হরিথয়াল, অনিল পোদ্দার, নরেন্দ্র সিংগ্রালিয়া, রীতা সিংগ্রালিয়া, সঞ্জয় লাল শ্রেষ্ঠা, যৌগেশ শর্মা, সহ্য আরও অনেকে। তবে এই সেবায় মঞ্চ আলোকিত করেছেন যারা তারা হলেন মনোজ সিং, নরেশ চৌধুরী, রঘুনাথ আগরোয়াল, পবন শর্মা, সর্ণালী মিশ্রা, দীপক নিগালিয়া, ইলোরা সাহা, এছাড়াও বিশেষ অতিথি হিস্যাবে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা।
Comments