Posts

Showing posts from May, 2022

ENCHANTED ROOTS এক্সিবিশন মন্দিরা গাঙ্গুলী

Image
নিজস্ব প্রতিনিধি :(গীতা মন্ডল ) শিল্পী যখন প্রকৃতি রং, রেখা ও আলোছায়াকে কোনো মাধ্যমে দ্বারা প্রকাশ করে তখন তাকে আমরা চিত্র বলি! সেই আদিকাল থেকে নানা আবর্তন, বিবর্তনের ফলে প্রস্তরযুগ, নবপ্রস্তর যুগ ও আধুনিকযুগে শিল্পীরা কাগজ, কাঠ, ক্যানভাসে ইত্যাদিতে চিত্র অঙ্কন করেছেন! চিত্র মধ্যে দিয়ে সমাজ, ধর্ম, রাজনৈতিক বিভিন্ন দিকে আভাস প্রকাশ করিয়েছেন শিল্পীরা! ছবির মাধ্যমে শিল্পী তার উপলদ্ধি প্রকাশ করেন! এঁচান্টেড রুট এটি একটি এক্সিবিশন! এক্সিবিশন প্রতি বছরে মতো এবছরেও আয়োজিত হল বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার চিত্র অঙ্কন ছবি নিয়ে! আর্ট শিল্পী মন্দিরা গাঙ্গুলী! তার হাতে উজ্জ্বল চিত্র অঙ্কনের মধ্যে দিয়ে সমাজ ও সাধারণ মানুষের জীবন যাপনে বৈচিত্র বিভিন্ন বার্তা পৌঁছে দিয়েছেন এই ছবি গুলি দিয়ে! 74নং বালিগঞ্জ প্লেস আর্ট ভাল্লাগে গ্যালোরিতে তিনদিন ব্যাপী এই এক্সিবিশন শুরু হয়! 27 থেকে 29 তারিখ পর্যন্ত! এক্সিবিশনে প্রতিটি ছবি শিল্পী মন্দিরা গাঙ্গুলী নিজের হাতে তার অঙ্কনের মধ্যে বিভিন্ন বৈচিত্র তুলে ধরেছেন!

ভলিউনটারি ব্লাড ডোনেশন ক্যাম্প ও হিন্দ সেবক সংঘ স্পোটিং ক্লাব ওয়েলফেয়ার সোশ্যাইটি যৌথ পরিচালনায় রক্তদান শিবির

Image
নিজস্বপ্রতিনিধি:গীতা মন্ডল-রক্তদান মহ্যদান, একফোঁটা রক্ত মানুষের জীবন ফিরিয়ে দেয়! তাই বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হওয়াটাই আবশিক! ঠিক তেমনি বুধবার ভলিউনটারি ব্লাড ডোনেশন ক্যাম্প ও হিন্দ সেবক সংঘ স্পোটিং ক্লাব ওয়েলফেয়ার সোশ্যাইটি যৌথ পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির! যেখানে বহু মানুষকে রক্তদান করতে দেখা যায়! শুধু তাই নয় সংস্থার তরফ থেকে যারা যারা রক্ত দিয়েছে তাঁদের প্রত্যেকে ফুড প্যাকেট এবং একটি করে ট্রলি ব্যাগ দেওয়া হয়! তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার বড় চেয়ার পার্সন রেহানা খাতুন, দুই সংস্থার প্রেসিডেন্ট গৌতম সরকার, ঋষি, রবি শংকর গুপ্তা, মুনা প্রসাদ, সঞ্জয় চৌরাশিয়া, বাবলু ভাই,অশোক গুপ্তা সহ্য আরও অনেকে!

ব্রেবন রোডে সন্নিকোর্টে জয় হিন্দ বাহিনী পক্ষ থেকে আয়োজিত হল জল বিতরণ অনুষ্ঠান

Image
দিন যত বাড়ছে আবহাওয়া দাপট ততই বাড়ছে! নাজেহাল গোটা শহরবাসি! তাই গরমে হাত থেকে একটু স্বতি পেতে কোথাও কোথাও চলছে ছাতা বিতরণ বা জল বিতরণ ক্যাম্প! ঠিক তেমনি শনিবার 45 নং ওয়ার্ডে বড়বাজার ব্রেবন রোড়ে সন্নিকোর্টে জয়হিন্দ বাহিনী পরিচালনায় আয়োজিত হল রোশনাই ঠান্ডা জল বিতরণ অনুষ্ঠান! উদ্যোক্তা হলেন 45 নং ওয়ার্ডে জেনারেল সেগেটারি রবি শঙ্কর! এই দিন বহু পথচারীদের হাতে ঠান্ডা সরবত তুলে দেওয়া হয়! এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শক্তি প্রতাপ সিং, অমর পান্ডে, শৈলেস মিশ্রা, আবু হামজা, আনান্দ কুমার সিং, উদ্যোক্তা রবি শঙ্কর সহ্য আরও অনেকে!

সম্রাট তপাদারে লেখা স্বাধীনোত্তরে পথে এপার ওপার বই প্রকাশিত হল

Image
সম্রাট তপাদারে লেখা স্বাধীনোত্তর পথে এপার ওপার বই প্রকাশিত হল গত বুধবার! ভারতবর্ষে স্বাধীনতার আগে এবং পরে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং চিরকাল মানুষের উপর কিভাবে নির্বিচারে অত্যাচরিত হচ্ছে সে নিয়েই এই বইটি লেখা! পাশাপাশি কঠিন লড়াই এর মধ্যে দিয়ে রাজনৈতিক জীবন গড়ে তুলেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সে বিষয়ও এই বইতে কলম ধরেছেন লেখক সম্রাট তপাদার! তবে তিনি শুধু লেখক নন একাধারে তিনি একজন মানুষের কাছে জনপ্রিয় একজন কাউন্সিলার সম্রাট তপাদার! তার কলমে জোরে বাস্তব রূপের পরিচয় দিয়েছে এই বই! তিনি হলেন লেখক কাউন্সিলার সম্রাট তপাদার!

বিনামুলে আম উৎসব, আম উপভোগ করলেন আমহাস্ট স্ট্রিটে আমজনতা

Image
শনিবার 37 নং ওয়ার্ডে কাউন্সিলার সোমা চৌধুরী উদ্যোগে আয়োজিত হল আম উৎসব! নবমতম বর্ষ পদার্পন করল তাঁদের এই আম উৎসব! আমহাস্ট স্ট্রিটে সন্নিকোর্টে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়! তবে এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে সহযোগিতায় দেখা যায় তৃণমূল কংগ্রেস এ সভাপতি প্রিয়াল চৌধুরীকে! বিনামূলে এই আম উৎসব চেটেপুটে উপভোগ করতে দেখা যায় আমজনতার! মেনুতে ছিল আমের বিভিন্ন রকমের ভ্যারাইটিস! তবে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মালা রায়, শেয়া পান্ডে, কলকাতা বিশপ, ডেপুটি মেয়র অতীন ঘোষ, কার্তিক ব্যানার্জী সহ্য বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা!

আহমদয়্যা মুসলিম কমিউনিটি কলকাতা পরিচালনায় আয়োজিত হল ঈদ মিলন অনুষ্ঠান

Image
শুক্রবার আহমদিয়া মুসলিম কমিউনিটি কলকাতা কোর্ডিয়ালী উদ্যোগে আয়োজিত হল ঈদ মিলন উৎসব! কলকাতা iccr অডিটোরিয়াম এই অনুষ্ঠানটি আয়জিত হয়! অনুষ্ঠানে মূল বিষয় ছিল বিরাজমান পরিস্থিতিতে বিশ্ব যখন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, সেখানে ঈদুল ফিতর মানুষকে মানবতার প্রতি সহানুভূতি দেখানোর বার্তা দিয়েছে! তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সম্পর্দায়ের মানুষ! উপস্থিত ছিলেন বিধায়ক বাবুল সুপ্রিয়, সায়েদ মেহম্মুও আহমেদ, আবু তাহির, মন্ডল, স্বামী সুপর্ণানন্দা মহারাজ, মাওলানা সায়েদ জাকির হুসাইন, মিষ্টার দিবাকর চৈতন্য, বুধা রাখিতাভিখু, মিস্টার টার্সেম সিং, মিস্টার কাজী মাসুম আখতার মিস্টার সাইরা শাহ আলম, সহ্য আরও অনেকে!

আগামী 14 মে আমহাস্ট স্ট্রিটে আয়োজিত হতে চলেছে আম উৎসব

Image
বাঙালী প্ৰিয় ফল আম! ছোট থেকে বড় প্রত্যেকেই এই সুস্বাদ্য ফলটি সবাই পছন্দ করে! আমের আচার, আমের কাসুন্দি, আমের চপ বিভিন্ন রকমের ভেরাইটিস মুখরচ এই খাবার সবারই প্ৰিয়! তাই এবার এই আমের উৎসব আয়োজিত হতে চলেছে আমহাস্ট স্ট্রিস্ট এ! মমতা বন্দ্যোপাধ্যায়ে অনুপ্রেরণায় এবং সুদীপ বন্দোপাধ্যায় ও ফিরহাদ হাকিমে উজ্জ্বল উপস্থিতে 37 নং ওয়ার্ডে সভাপতি শ্রী প্রিয়াল চৌধুরী, এবং পৌরমতা শ্রীমতি সোমা চৌধুরী উদ্যোগে আগামী 14 ই মে আয়োজিত হতে চলছে আম উৎসব! বিকাল 5.30 থেকে শুরু হবে এই মেলা! যেখানে থাকবে বিভিন্ন রকমের সুস্বাদ্য আম! যা আম প্ৰিয় বাঙালি মন কেড়ে নেবে!

কলকাতা কোম্পানি আলসনিক মেডিকেল সিস্টেম এর স্বতাধিকারী কৌশিক গাঙ্গুলী বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

Image
বুধবার, কলকাতা প্রেস ক্লাবে, নয়ডার স্বাস্থ্য সরঞ্জাম সংস্থা "ম্যাট্রিক্স হেলথ কেয়ার ইন্ডিয়া" একটি সংবাদ সম্মেলন করেছে এবং কলকাতার সরঞ্জাম সরবরাহকারী সংস্থা "অ্যালসনিক মেডিকেল সিস্টেম" এবং এর মালিক "কৌশিক গাঙ্গুলী" এর বিরুদ্ধে বড় জালিয়াতির অভিযোগ করেছে। ম্যাট্রিক্স হেলথ কেয়ার ইন্ডিয়ার স্বত্বাধিকারী অশোক কুমার সেন প্রমাণ সহ বলেছেন, চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে কৌশিক গাঙ্গুলি ২ কোটির বেশি প্রতারণা করেছেন। সেন আরও বলেছিলেন যে কৌশিক গাঙ্গুলীকে পুরো অর্থ প্রদান অনলাইন অ্যাকাউন্টে করা হয়েছিল, তবুও দুই বছর ধরে চিকিত্সা সরঞ্জাম সরবরাহ করা হয়নি বা তার দ্বারা অর্থ ফেরত দেওয়া হয়নি। সেন আরও উল্লেখ করেছেন যে কৌশিক গাঙ্গুলি এর মধ্যে অনুরোধ করার পরে কিছু চেক দেওয়া হয়েছিল, যা ব্যাঙ্কে বাউন্স হয়েছিল। অশোক কুমার সেন আরও বলেন, মানুষ যাতে কৌশিক গাঙ্গুলির মুখ চিনতে পারে এবং ভবিষ্যতে কেউ তার প্রতারণার শিকার না হয় সেজন্য বিষয়টি উত্থাপন করা প্রয়োজন। সেন পরিদর্শন করেন

সুপর্ণার শাড়িতে জ্ঞানমঞ্চে মিলন উৎসব

Image
28 বছর ধরে প্রতিনিয়ত নিত্যনতুন শাড়ি ও হালকা গয়নার সরঞ্জামের আধুনিক ও ঐতিহ্যশালী ধারাকে বহন করে *সুপর্ণা দাসগুপ্ত* নিজের তৈরি করা বুটিক *শ্রীস ক্রিয়েশন* এর বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করলেন জ্ঞানমঞ্চে অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে। সাংস্কৃতিক অঙ্গনে তুলে ধরলেন এক পরিকল্পিত নৃত্যানুষ্ঠান, ফ্যাশন শো এবং শ্রুতি নাটকের। মঞ্চে উৎসবের আঙিনায় তুলে ধরলেন উৎসব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া অর্ধশতাধিক সুন্দরী নারীদের পুরস্কার। শারদ সুন্দরী, শ্যামা সুন্দরী, বসন্ত সুন্দরী, বৈশাখী সুন্দরী পুরস্কারে সজ্জিত সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ *দীপান্বিতা হাজারী,অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী , শিশু সাহিত্যিক মৃগাঙ্ক ব্যানার্জি এবং সুপর্ণা দাস গুপ্ত* l উৎসবের সঙ্গে সাযুজ্য রেখে শারদ,শ্যামা, বসন্ত, বৈশাখী র গানে নৃত্যানুষ্ঠান পরিবেশন করলেন শর্মিষ্ঠা বিষ্ণু ও তপন হাজরা সহ অন্যান্য নৃত্যশিল্পীরা। মৌসুমী নায়েকের অভূতপূর্ব কোরিওগ্রাফে মিস বেঙ্গল খ্যাত *সুস্মিতা রায়* সহ কলকাতার জনপ্রিয় মডেল কন্যারা পরিবেশন করলেন উৎসবের আঙিনায় সুপর্ণা দাসগুপ্ত রঙিন পোশাকে উজ্জ্বল এক র‌্যাম্প শো...