বিনামুলে আম উৎসব, আম উপভোগ করলেন আমহাস্ট স্ট্রিটে আমজনতা
শনিবার 37 নং ওয়ার্ডে কাউন্সিলার সোমা চৌধুরী উদ্যোগে আয়োজিত হল আম উৎসব! নবমতম বর্ষ পদার্পন করল তাঁদের এই আম উৎসব! আমহাস্ট স্ট্রিটে সন্নিকোর্টে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়! তবে এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে সহযোগিতায় দেখা যায় তৃণমূল কংগ্রেস এ সভাপতি প্রিয়াল চৌধুরীকে! বিনামূলে এই আম উৎসব চেটেপুটে উপভোগ করতে দেখা যায় আমজনতার! মেনুতে ছিল আমের বিভিন্ন রকমের ভ্যারাইটিস! তবে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মালা রায়, শেয়া পান্ডে, কলকাতা বিশপ, ডেপুটি মেয়র অতীন ঘোষ, কার্তিক ব্যানার্জী সহ্য বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা!
Comments