আগামী 14 মে আমহাস্ট স্ট্রিটে আয়োজিত হতে চলেছে আম উৎসব
বাঙালী প্ৰিয় ফল আম! ছোট থেকে বড় প্রত্যেকেই এই সুস্বাদ্য ফলটি সবাই পছন্দ করে! আমের আচার, আমের কাসুন্দি, আমের চপ বিভিন্ন রকমের ভেরাইটিস মুখরচ এই খাবার সবারই প্ৰিয়! তাই এবার এই আমের উৎসব আয়োজিত হতে চলেছে আমহাস্ট স্ট্রিস্ট এ! মমতা বন্দ্যোপাধ্যায়ে অনুপ্রেরণায় এবং সুদীপ বন্দোপাধ্যায় ও ফিরহাদ হাকিমে উজ্জ্বল উপস্থিতে 37 নং ওয়ার্ডে সভাপতি শ্রী প্রিয়াল চৌধুরী, এবং পৌরমতা শ্রীমতি সোমা চৌধুরী উদ্যোগে আগামী 14 ই মে আয়োজিত হতে চলছে আম উৎসব! বিকাল 5.30 থেকে শুরু হবে এই মেলা! যেখানে থাকবে বিভিন্ন রকমের সুস্বাদ্য আম! যা আম প্ৰিয় বাঙালি মন কেড়ে নেবে!
Comments