ব্রেবন রোডে সন্নিকোর্টে জয় হিন্দ বাহিনী পক্ষ থেকে আয়োজিত হল জল বিতরণ অনুষ্ঠান
দিন যত বাড়ছে আবহাওয়া দাপট ততই বাড়ছে! নাজেহাল গোটা শহরবাসি! তাই গরমে হাত থেকে একটু স্বতি পেতে কোথাও কোথাও চলছে ছাতা বিতরণ বা জল বিতরণ ক্যাম্প! ঠিক তেমনি শনিবার 45 নং ওয়ার্ডে বড়বাজার ব্রেবন রোড়ে সন্নিকোর্টে জয়হিন্দ বাহিনী পরিচালনায় আয়োজিত হল রোশনাই ঠান্ডা জল বিতরণ অনুষ্ঠান! উদ্যোক্তা হলেন 45 নং ওয়ার্ডে জেনারেল সেগেটারি রবি শঙ্কর! এই দিন বহু পথচারীদের হাতে ঠান্ডা সরবত তুলে দেওয়া হয়! এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শক্তি প্রতাপ সিং, অমর পান্ডে, শৈলেস মিশ্রা, আবু হামজা, আনান্দ কুমার সিং, উদ্যোক্তা রবি শঙ্কর সহ্য আরও অনেকে!
Comments