আহমদয়্যা মুসলিম কমিউনিটি কলকাতা পরিচালনায় আয়োজিত হল ঈদ মিলন অনুষ্ঠান
শুক্রবার আহমদিয়া মুসলিম কমিউনিটি কলকাতা কোর্ডিয়ালী উদ্যোগে আয়োজিত হল ঈদ মিলন উৎসব! কলকাতা iccr অডিটোরিয়াম এই অনুষ্ঠানটি আয়জিত হয়! অনুষ্ঠানে মূল বিষয় ছিল বিরাজমান পরিস্থিতিতে বিশ্ব যখন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, সেখানে ঈদুল ফিতর মানুষকে মানবতার প্রতি সহানুভূতি দেখানোর বার্তা দিয়েছে! তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সম্পর্দায়ের মানুষ! উপস্থিত ছিলেন বিধায়ক বাবুল সুপ্রিয়, সায়েদ মেহম্মুও আহমেদ, আবু তাহির, মন্ডল, স্বামী সুপর্ণানন্দা মহারাজ, মাওলানা সায়েদ জাকির হুসাইন, মিষ্টার দিবাকর চৈতন্য, বুধা রাখিতাভিখু, মিস্টার টার্সেম সিং, মিস্টার কাজী মাসুম আখতার মিস্টার সাইরা শাহ আলম, সহ্য আরও অনেকে!
Comments