ভলিউনটারি ব্লাড ডোনেশন ক্যাম্প ও হিন্দ সেবক সংঘ স্পোটিং ক্লাব ওয়েলফেয়ার সোশ্যাইটি যৌথ পরিচালনায় রক্তদান শিবির
নিজস্বপ্রতিনিধি:গীতা মন্ডল-রক্তদান মহ্যদান, একফোঁটা রক্ত মানুষের জীবন ফিরিয়ে দেয়! তাই বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হওয়াটাই আবশিক! ঠিক তেমনি বুধবার ভলিউনটারি ব্লাড ডোনেশন ক্যাম্প ও হিন্দ সেবক সংঘ স্পোটিং ক্লাব ওয়েলফেয়ার সোশ্যাইটি যৌথ পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির! যেখানে বহু মানুষকে রক্তদান করতে দেখা যায়! শুধু তাই নয় সংস্থার তরফ থেকে যারা যারা রক্ত দিয়েছে তাঁদের প্রত্যেকে ফুড প্যাকেট এবং একটি করে ট্রলি ব্যাগ দেওয়া হয়! তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার বড় চেয়ার পার্সন রেহানা খাতুন, দুই সংস্থার প্রেসিডেন্ট গৌতম সরকার, ঋষি, রবি শংকর গুপ্তা, মুনা প্রসাদ, সঞ্জয় চৌরাশিয়া, বাবলু ভাই,অশোক গুপ্তা সহ্য আরও অনেকে!
Comments