সম্রাট তপাদারে লেখা স্বাধীনোত্তরে পথে এপার ওপার বই প্রকাশিত হল

সম্রাট তপাদারে লেখা স্বাধীনোত্তর পথে এপার ওপার বই প্রকাশিত হল গত বুধবার! ভারতবর্ষে স্বাধীনতার আগে এবং পরে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং চিরকাল মানুষের উপর কিভাবে নির্বিচারে অত্যাচরিত হচ্ছে সে নিয়েই এই বইটি লেখা! পাশাপাশি কঠিন লড়াই এর মধ্যে দিয়ে রাজনৈতিক জীবন গড়ে তুলেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সে বিষয়ও এই বইতে কলম ধরেছেন লেখক সম্রাট তপাদার! তবে তিনি শুধু লেখক নন একাধারে তিনি একজন মানুষের কাছে জনপ্রিয় একজন কাউন্সিলার সম্রাট তপাদার! তার কলমে জোরে বাস্তব রূপের পরিচয় দিয়েছে এই বই! তিনি হলেন লেখক কাউন্সিলার সম্রাট তপাদার!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শনিবার নৃত্য শিল্পী সুচন্দ্রা ব্যানার্জী জন্মদিন উপলক্ষে নৃত্য অনুষ্ঠান