ENCHANTED ROOTS এক্সিবিশন মন্দিরা গাঙ্গুলী
নিজস্ব প্রতিনিধি :(গীতা মন্ডল ) শিল্পী যখন প্রকৃতি রং, রেখা ও আলোছায়াকে কোনো মাধ্যমে দ্বারা প্রকাশ করে তখন তাকে আমরা চিত্র বলি! সেই আদিকাল থেকে নানা আবর্তন, বিবর্তনের ফলে প্রস্তরযুগ, নবপ্রস্তর যুগ ও আধুনিকযুগে শিল্পীরা কাগজ, কাঠ, ক্যানভাসে ইত্যাদিতে চিত্র অঙ্কন করেছেন! চিত্র মধ্যে দিয়ে সমাজ, ধর্ম, রাজনৈতিক বিভিন্ন দিকে আভাস প্রকাশ করিয়েছেন শিল্পীরা! ছবির মাধ্যমে শিল্পী তার উপলদ্ধি প্রকাশ করেন! এঁচান্টেড রুট এটি একটি এক্সিবিশন! এক্সিবিশন প্রতি বছরে মতো এবছরেও আয়োজিত হল বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার চিত্র অঙ্কন ছবি নিয়ে! আর্ট শিল্পী মন্দিরা গাঙ্গুলী! তার হাতে উজ্জ্বল চিত্র অঙ্কনের মধ্যে দিয়ে সমাজ ও সাধারণ মানুষের জীবন যাপনে বৈচিত্র বিভিন্ন বার্তা পৌঁছে দিয়েছেন এই ছবি গুলি দিয়ে! 74নং বালিগঞ্জ প্লেস আর্ট ভাল্লাগে গ্যালোরিতে তিনদিন ব্যাপী এই এক্সিবিশন শুরু হয়! 27 থেকে 29 তারিখ পর্যন্ত! এক্সিবিশনে প্রতিটি ছবি শিল্পী মন্দিরা গাঙ্গুলী নিজের হাতে তার অঙ্কনের মধ্যে বিভিন্ন বৈচিত্র তুলে ধরেছেন!
Comments