Posts

Showing posts from August, 2024

লাট্টু পাড়া মাতা জাগরণের উৎসব

Image
নবরাত্রির উৎসব শুরু হলেই ঘণ্টা, পালঙ্ক, মন্ত্র, শ্লোক, আরতি ও হবনের ধ্বনিতে গোটা দেশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।পশ্চিম অঞ্চল থেকে দো-তালি, তিন-তালি, রাস, হিঞ্চ ইত্যাদির ধ্বনি প্রতিধ্বনিত হয়, প্রায় প্রতিটি রাস্তায় এবং এলাকায় সম্মিলিতভাবে গরবা এবং ডান্ডিয়ার ফর্মগুলি মা অম্বা, ভগবান কৃষ্ণের (এক চিমটি দিয়ে) প্রাণময় গান পর্যন্ত বাজানো হয়। ফিল্মি তড়কাও, আজকাল) এবং পূর্বাঞ্চলে দুগ্গা-দুগ্গা ধ্বনিতে বাতাস ভরে যায় যখন লোকেরা দুর্গাপূজা উদযাপনের জন্য প্রস্তুত হয়। দক্ষিণাঞ্চলে নবরাত্রি কিছুটা আলাদা কিন্তু দেশের অন্যান্য অংশের মতোই সমানভাবে জমকালো যেখানে তামিলনাড়ুর লোকেরা তামিলনাড়ুতে বোমাই গোলু এবং তেলেগুতে বোম্মালা কোলুভু নামক গোলু/কোলুর পুতুলের সমাবেশ বা দরবার তৈরি করে এবং তাদের প্রদর্শন করে। কাঠের ধাপ, যখন মহিলারা দেবী দেবীর তিনটি প্রধান রূপ- সরস্বতী, লক্ষ্মী এবং দুর্গার প্রশংসায় স্তোত্র গাইতে ব্যস্ত। এবং উত্তর ভারত উপবাসের গর্ব করে, ভোরবেলা মন্দিরে যাওয়া, কন্যা-পূজন (কঞ্জক) এবং মাতা কে জাগ্রতে, নবরাত্রির প্রায় নয় দিন সমস্ত বিভিন্ন স্থানে, সম্প্রদায়ের দ্বারা সংগঠিত বা মাতৃদে...

কলকাতা হাইকোটে এডভোকেট রাজেশ বোসে বেশ কিছু বক্তব্য

Image
আর, জি করে সমস্ত প্রমান নষ্ট করে দিয়েছে। তবে cbi যথেষ্ট চেষ্টা করছে তদন্ত এগিয়ে নিয়ে যেতে। তবে আমরা আশাবাদী তদন্তকারীদের উপর তারা কিছু একটা করবে। কদিনের মধ্যে ইডি হয়তো এটাতে যোগ দেবে এমনটাই বলেন কলকাতা হাইকোটে অ্যাডভোকেট রাজেশ বোস। তার পাশাপাশি তিনি আরও বলেন এতো বড় যে কান্ড হয়েছে এর মধ্যে অনেক জট আছে। দিদি মনি বলেছেন অন্যায় প্রতিবাদ করতে, কিন্তু উনি কি মন থেকে সত্যিকারে বলেছেন।না অভিনয় করছেন। কালকে যে উনি বলেন বদলা চাই, একজন জন্য মুখ্যমন্ত্রী হয়ে কি করে এই কথা বলেন। এতো দিন ধরে বলে আসছিলেন বদলা নয় বদল চাই। এখন সব ঘুরে গেলো।

মেট্রোপলিটন দূর্গামন্দির কমিটি পরিচালনায় জন্মাষ্টমী উৎসব

Image
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। শাস্ত্রীয় বিধিতে বলা হয়েছে এই তিথির রোহিনী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রী কৃষ্ণের। যিনি দুষ্টের দমন, আর শিষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন তাঁর বহু ভক্তকে। কৃষ্ণের জন্মকাহিনি, জীবন নিয়ে উত্সাহের অবকাশ নেই। হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কৃষ্ণ। মহাভারত, ভাগবত গীতা, বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ। সেই দেবতার জন্মদিন পালনকে জন্মাষ্টমী বলে।সোমবার মেট্রোপলিটন দূর্গামন্দির কমিটি পরিচালনায় আয়োজিত হল জন্মাষ্টমী উৎসব। প্রতি বছর ধুমধাম করে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উদ্যোগক্তা পৌরপিতা জীবন সাহা। এই দিন আয়োজিত হয় ভোগ বিতরণ, এবং বিশেষ আকর্ষণ ছিল হাঁড়ি ভাঙা,ও ছোট বাচ্ছারা এবং বড়রা রাধা কৃষ্ণ সেজে নাচ। যা দর্শকদের মন কেড়ে নেয়।

রবিবার বড়বাজার সার্ব্বজনীন দুর্গোউৎসব কমিটি পরিচালনায় খুঁটি পুজো ও রক্তদান শিবির

Image
রবিবার বড়বাজার সার্ব্বজনীন দুর্গোউৎসব কমিটি পরিচালনায় আয়োজিত হল খুঁটি পুজো ও রক্তদান শিবির। প্রয়াত শিবু কুমার মল্লিক এ স্মৃতি স্বরণে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বেশ কয়েক বছর ধরে এই পুজো আরম্ভ এ সাথে হয়ে আসছে। বড় বাজার তারা সুন্দরী পার্কে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা বিজয় ওঝা, রাকেশ সিং, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী, যুব নেতা সৌম্য বক্সী সহ আরও অনেকে। পুজো কমিটি চেয়ারম্যান শিবজি পান্ডে বলেন এখানে কোনো রাজনৈতিক রং নেই। জাতি ধর্ম নির্বিশেষে এই পুজো আমরা প্রতি বছর করি। সমাজের জন্য আরও অনেক ধরণের সামাজিক মূলক কাজ করে থাকি। মানুষের ভালো হোক এটাই চাই আমরা।

শুক্রবার আলিপুর টাকশাল বিদ্যাপীঠ এ একটি ঠান্ডা পানীয় জলের কলের মেশিন উদ্ভোধন হল

Image
স্বাস্থ্য এবং ফিটনেস বজায় রাখার পাশাপাশি হাইড্রেশন নিশ্চিত করার জন্য পানীয় জল একটি অপরিহার্য প্রয়োজন। স্কুলে পানীয় জলের গুরুত্ব অনেক বেশি জোর দেওয়া যায় না কারণ এটি শিশুদের জন্য একটি মৌলিক প্রয়োজন। প্রতিটি স্কুলে 24/7 পানীয় জল সরবরাহ প্রয়োজন যাতে শিক্ষার্থীরা স্কুলে বিনামূল্যে এবং বিশুদ্ধ পানীয় জল অ্যাক্সেস করতে পারে। স্কুলে পানীয় জল কেন এত গুরুত্বপূর্ণ? শিশুরা একটি স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ অ্যাক্সেস করতে পারে এবং তাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ পানির তাত্পর্য শিখতে পারে।শুক্রবার আলিপুর টাকশাল বিদ্যাপীঠ এ একটি ঠান্ডা পানীয় জলের কলের মেশিন উদ্ভোধন হল। এটি ডোনেট করেছেন ভগবাতি প্রসাদ খায়তান। মেইনটেইনড রয়েছেন বড়বাজার শ্রী ডাঃক্ষ্মী মাতা প্রচার সমিতি। তারা বলেন প্রয়াত পিতা বাজরংলাল খায়তানে স্মৃতি উদ্দেশ্যে এটি আয়োজন করা হয়েছে। তবে এই উদ্যোগে খুশি স্কুলের কর্তৃপক্ষ ও ছোট ছোট বাচ্ছারা।

আর, জি করে ঘটনায় কলকাতা এমপ্লয়ীস অফ হাসপাতালি ইন্ডাস্ট্রি তরফে প্রতিবাদ মিছিল

Image
কলকাতার আর জি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ দুনিয়া। বৃহস্পতিবার কলকাতা এমপ্লয়ীস অফ হাসপাতালি ইন্ডাস্ট্রি তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বেড় হয়। এক্সসাটাই মোড় থেকে শুরু হয় এবং শেষ হয় পার্কস্ট্রিটে মোড়ে। (উই ওয়ান্ট জাস্টিস ) এটাই ছিল মিছিলের বার্তা। মিছিলে শয়ে, শয়ে মহিলা, পুরুষের ভিড়। তারা বলেন এখানে যত, সেভ ও কর্মচারীরা আছেন আমরা নিজেদের পটেকশনের জন্য আজ আমরা পথে নেমেছি। যাতে আগামী দিন আমাদের কাজ করতে অসুবিধা না হয়।

ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নে পরিচালনায় আয়োজিত হল একটি সংস্কৃতি অনুষ্ঠান

Image
স্বাধীনতা দিবস উপলক্ষে ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নে পরিচালনায় আয়োজিত হল একটি সংস্কৃতি অনুষ্ঠান। পাশাপাশি ছিল পতাকা উত্তোলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পৌরপিতা স্বপন সমাজদ্দার সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানে মধ্যে এই সংগঠনের জেনারেল সেগেটারি সঞ্জু রায় বলেন আমরা প্রতি বছর সাম্প্রদায়িকতা উদ্ধে সমস্ত ভাইভাই মিলে এই দিনটি উদযাপন করি। এখানকার সমস্ত হকার্স ইউনিয়নরা একসাথে মিলে আমরা কাজ করি।

৫৮নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

Image
রক্তদান মহৎদান এক ফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয় থাকে না কোনো ভেদাভেদ। তাই বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। ঠিক তেমনি রবিবার ৫৮নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে উদ্যোগে আয়োজিত হল একটি রক্তদান শিবির ও তার পাশাপাশি ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। পাঁচকুড়ি স্কুলের সন্নিকটে সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় রয়েছে প্রনব চক্রবর্তী। এই বহু মানুষকে এই শিবিরে রক্ত দিতে দেখা যায়। তবে অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছেন রাজীব দাস,ভোলা মাহাতো, প্রনব ভট্টাচার্য,মুন্না সিং,মিলন দাস,অভিজিৎ দাস সহ আরও অনেকে।

গোদেজ পরিবার ও KOFC এর পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবির ক্যাম্প

Image
রক্তদান মহৎদান এক ফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয়। থাকে না কোন ভেদাভেদ। তাই বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। বৃহস্পতিবার গোদরেজ পরিবার ও KOFC এর পক্ষ থেকে একটি মেঘা ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৪ আয়োজিত হল গোদরেজ ওয়ারহাউস জঙ্গলপুরে। এই দিন বহু মানুষকে এই শিবিরে ব্লাড ডোনেট করতে দেখা যায়। প্রতি বছরে মতো এবছরে ও তাঁদের ব্লাড ডোনেশন ক্যাম্প সফল হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন kofc সিস্টেম এন্ড অ্যাডমিনিস্ট্রেশন হেড সুমিত কাণ্ডলনা, kofc অ্যাডমিন ইনচার্জ দেবব্রত পণ্ডিত, ব্রাঞ্চ ম্যানেজার ইরফান ওয়াদদ, কৌশিক হাজারিকা, আনন্দ গুপ্তা, মিস্টার আনসারী, প্রীতম শাও, ওনার শাও, প্রীতম লজিসটিক্স,সহ আরও অনেকে।

রবিবার সিজেন ২ ফ্রেন্ডলি লীগ টুর্নামেন্ট আয়োজিত হলো

Image
ক্রিকেট বিশ্বজুড়ে শুধু একটি জনপ্রিয় খেলাই নয়, এটি খেলার সাথে জড়িত বিভিন্ন স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। ক্রিকেট খেলার উপকারিতা অনেক এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন শারীরিক, মানসিক এবং মানসিক সুবিধা। গেমটির জন্য শারীরিক স্ট্যামিনা, তত্পরতা এবং হাত-চোখের সমন্বয় প্রয়োজন, যা সামগ্রিক ফিটনেস স্তর উন্নত করতে পারে। ক্রিকেট খেলা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করতে পারে। উপরন্তু, ক্রিকেট আপনাকে সক্রিয় রাখে এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্য, পেশী সহ্য ক্ষমতা এবং শক্তি উন্নত করে।রবিবার সিজেন ২ ফ্রেন্ডলি লীগ টুর্নামেন্ট আয়োজিত হলো । অর্চিড আরেনা স্পোর্টস কমপ্লেস এই খেলাটি আয়োজিত হয়।পরিচালনায় AB ভেঞ্চারস, সহযোগিতায় রয়েছেন রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি ও স্বর্নিম ফাউন্ডেশন। এই টুর্নামেন্ট কো- হস্ট RC গীতাঞ্জলি কলকাতা। অ্যাসোসিয়েট হস্ট RC অরুণদায় হাওড়া। ৯ ওভারে ৮ টি টিম নিয়ে এই টুর্নামেন্ট হয়। মাঠে বসে খেলাটি উপভোগ করতে দেখা যায় সবাইকে।তবে এই দিনের মার্চটি ছিল জমজমাট।

বিজেপি সুকান্ত মজুমদার এবং নিশিকান্ত দুবের বঙ্গভঙ্গ প্রস্তাবে বিরুদ্ধে মহামিছিল

Image
বিজেপির সুকান্ত মজুমদার এবং নিশিকান্ত দুবের বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরুদ্ধে আজ ৪ঠা আগষ্ট, ২০২৪ জাতীয় বাংলা পরিষদের বিক্ষোভ কর্মসূচি, 'বঙ্গভঙ্গ চাইবে যারা, বাংলা ছাড়া হবে তারা' । এই বিক্ষোভ কর্মসূচি ধর্মতলা স্টেটসম্যান হাউসের সামনে থেকে মুরলী ধর সেন লেন (বিজেপির রেজিস্ট্রার্ড পার্টি অফিস) অবধি। সুকান্ত মজুমদার এবং নিশিকান্ত দুবে-র বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরুদ্ধে আজকের মিছিল অনুষ্ঠিত হয় এবং এই মিছিলের শেষে বিজেপির মুরলীধর সেন-এর পার্টি অফিসের সামনে সুকান্ত ও নিশিকান্তের কুশপুত্তলিকা প্রজ্বলন এবং মোমবাতি জ্বালিয়ে "বাংলার মাটি বাংলার জল" গানের মাধ্যমে এবং পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের প্রস্তাবের মাধ্যমে এই মিছিলের পরিসমাপ্তি হয়।

INTTUC সভাপতি টিঙ্কু মুখার্জী উদ্যোগে আয়োজিত হল ভোলেবাবা ভক্তদের জন্য জলসেবা ক্যাম্প

Image
হিন্দু শাস্ত্র মতে, শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দুমতে, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন। নিয়ম অনুযায়ী, ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন। মনে করা হয়, এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন। সারাবছর শিবপুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষ কাল। এইদিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে ধারণা।শনিবার শ্রাবন মাসে বাবার সকল ভক্ত ও পূর্ন্যর্থীদের জন্য বালি বিধানসভা কেন্দ্রে INTTUC সভাপতি টিঙ্কু মুখার্জী উদ্যোগে আয়োজিত হল একটি জলসেবা ক্যাম্প। বেলুড় গার্লস হাইস্কুলের সন্নিকটে এই ক্যাম্পে আয়োজন করা হয়। ক্যাম্পে ছিল লুচি, তরকারি, ঠান্ডা জল, কোল্ড্রিংস, বিস্কুট। এছাড়াও ছিল নাচ, গান। ক্যাম্পটি আয়োজন ছিল জমজমাট।