INTTUC সভাপতি টিঙ্কু মুখার্জী উদ্যোগে আয়োজিত হল ভোলেবাবা ভক্তদের জন্য জলসেবা ক্যাম্প
হিন্দু শাস্ত্র মতে, শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দুমতে, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন। নিয়ম অনুযায়ী, ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন। মনে করা হয়, এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন। সারাবছর শিবপুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষ কাল। এইদিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে ধারণা।শনিবার শ্রাবন মাসে বাবার সকল ভক্ত ও পূর্ন্যর্থীদের জন্য বালি বিধানসভা কেন্দ্রে INTTUC সভাপতি টিঙ্কু মুখার্জী উদ্যোগে আয়োজিত হল একটি জলসেবা ক্যাম্প। বেলুড় গার্লস হাইস্কুলের সন্নিকটে এই ক্যাম্পে আয়োজন করা হয়। ক্যাম্পে ছিল লুচি, তরকারি, ঠান্ডা জল, কোল্ড্রিংস, বিস্কুট। এছাড়াও ছিল নাচ, গান। ক্যাম্পটি আয়োজন ছিল জমজমাট।
Comments