গোদেজ পরিবার ও KOFC এর পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবির ক্যাম্প

রক্তদান মহৎদান এক ফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয়। থাকে না কোন ভেদাভেদ। তাই বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। বৃহস্পতিবার গোদরেজ পরিবার ও KOFC এর পক্ষ থেকে একটি মেঘা ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৪ আয়োজিত হল গোদরেজ ওয়ারহাউস জঙ্গলপুরে। এই দিন বহু মানুষকে এই শিবিরে ব্লাড ডোনেট করতে দেখা যায়। প্রতি বছরে মতো এবছরে ও তাঁদের ব্লাড ডোনেশন ক্যাম্প সফল হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন kofc সিস্টেম এন্ড অ্যাডমিনিস্ট্রেশন হেড সুমিত কাণ্ডলনা, kofc অ্যাডমিন ইনচার্জ দেবব্রত পণ্ডিত, ব্রাঞ্চ ম্যানেজার ইরফান ওয়াদদ, কৌশিক হাজারিকা, আনন্দ গুপ্তা, মিস্টার আনসারী, প্রীতম শাও, ওনার শাও, প্রীতম লজিসটিক্স,সহ আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা