রবিবার বড়বাজার সার্ব্বজনীন দুর্গোউৎসব কমিটি পরিচালনায় খুঁটি পুজো ও রক্তদান শিবির
রবিবার বড়বাজার সার্ব্বজনীন দুর্গোউৎসব কমিটি পরিচালনায় আয়োজিত হল খুঁটি পুজো ও রক্তদান শিবির। প্রয়াত শিবু কুমার মল্লিক এ স্মৃতি স্বরণে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বেশ কয়েক বছর ধরে এই পুজো আরম্ভ এ সাথে হয়ে আসছে। বড় বাজার তারা সুন্দরী পার্কে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা বিজয় ওঝা, রাকেশ সিং, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী, যুব নেতা সৌম্য বক্সী সহ আরও অনেকে। পুজো কমিটি চেয়ারম্যান শিবজি পান্ডে বলেন এখানে কোনো রাজনৈতিক রং নেই। জাতি ধর্ম নির্বিশেষে এই পুজো আমরা প্রতি বছর করি। সমাজের জন্য আরও অনেক ধরণের সামাজিক মূলক কাজ করে থাকি। মানুষের ভালো হোক এটাই চাই আমরা।
Comments