আর, জি করে ঘটনায় কলকাতা এমপ্লয়ীস অফ হাসপাতালি ইন্ডাস্ট্রি তরফে প্রতিবাদ মিছিল

কলকাতার আর জি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ দুনিয়া। বৃহস্পতিবার কলকাতা এমপ্লয়ীস অফ হাসপাতালি ইন্ডাস্ট্রি তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বেড় হয়। এক্সসাটাই মোড় থেকে শুরু হয় এবং শেষ হয় পার্কস্ট্রিটে মোড়ে। (উই ওয়ান্ট জাস্টিস ) এটাই ছিল মিছিলের বার্তা। মিছিলে শয়ে, শয়ে মহিলা, পুরুষের ভিড়। তারা বলেন এখানে যত, সেভ ও কর্মচারীরা আছেন আমরা নিজেদের পটেকশনের জন্য আজ আমরা পথে নেমেছি। যাতে আগামী দিন আমাদের কাজ করতে অসুবিধা না হয়।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা