কলকাতা হাইকোটে এডভোকেট রাজেশ বোসে বেশ কিছু বক্তব্য

আর, জি করে সমস্ত প্রমান নষ্ট করে দিয়েছে। তবে cbi যথেষ্ট চেষ্টা করছে তদন্ত এগিয়ে নিয়ে যেতে। তবে আমরা আশাবাদী তদন্তকারীদের উপর তারা কিছু একটা করবে। কদিনের মধ্যে ইডি হয়তো এটাতে যোগ দেবে এমনটাই বলেন কলকাতা হাইকোটে অ্যাডভোকেট রাজেশ বোস। তার পাশাপাশি তিনি আরও বলেন এতো বড় যে কান্ড হয়েছে এর মধ্যে অনেক জট আছে। দিদি মনি বলেছেন অন্যায় প্রতিবাদ করতে, কিন্তু উনি কি মন থেকে সত্যিকারে বলেছেন।না অভিনয় করছেন। কালকে যে উনি বলেন বদলা চাই, একজন জন্য মুখ্যমন্ত্রী হয়ে কি করে এই কথা বলেন। এতো দিন ধরে বলে আসছিলেন বদলা নয় বদল চাই। এখন সব ঘুরে গেলো।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা