মেট্রোপলিটন দূর্গামন্দির কমিটি পরিচালনায় জন্মাষ্টমী উৎসব
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। শাস্ত্রীয় বিধিতে বলা হয়েছে এই তিথির রোহিনী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রী কৃষ্ণের। যিনি দুষ্টের দমন, আর শিষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন তাঁর বহু ভক্তকে।
কৃষ্ণের জন্মকাহিনি, জীবন নিয়ে উত্সাহের অবকাশ নেই। হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কৃষ্ণ। মহাভারত, ভাগবত গীতা, বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ। সেই দেবতার জন্মদিন পালনকে জন্মাষ্টমী বলে।সোমবার মেট্রোপলিটন দূর্গামন্দির কমিটি পরিচালনায় আয়োজিত হল জন্মাষ্টমী উৎসব। প্রতি বছর ধুমধাম করে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উদ্যোগক্তা পৌরপিতা জীবন সাহা। এই দিন আয়োজিত হয় ভোগ বিতরণ, এবং বিশেষ আকর্ষণ ছিল হাঁড়ি ভাঙা,ও ছোট বাচ্ছারা এবং বড়রা রাধা কৃষ্ণ সেজে নাচ। যা দর্শকদের মন কেড়ে নেয়।
Comments